বলিউডে এখন কুড়িতে বুড়ির দিন শেষ। পরিণত বয়সের সৌন্দর্যকে যেমন বুঝতে শিখেছে দর্শক ও ভক্তরা, তেমনি বলিউড ডিভারাও নিজেদের ফিটনেস ধরে রাখছেন অবিশ্বাস্যভাবে। বিয়ের পরে মা হয়ে এখন দাপটে বিচরণ করেন বিটাউনে। অভিনেত্রী ও মডেল চিত্রাঙ্গদা সিং খুব বেশি সিনেমায় অভিনয় না করলেও তাঁর নজরকাড়া বুনো সৌন্দর্যের ভক্ত আছেন অনেক। ৪৮ বছর বয়সী এই অনন্যসুন্দরী অভিনেত্রীর চমৎকার ফিগার, আকর্ষণীয় শ্যামবর্ণ আর মাদকতাময় মুখশ্রী সবসময়ই নজরকাড়া। তবে সম্প্রতি বেশ কিছু ফটোশুটে নিজের মডেল রূপটিকে নতুন করে চিনিয়েছেন চিত্রাঙ্গদা। আকর্ষণীয় সব সাজপোশাকে তিনি এই ৪৭-এ এসে যেন নতুন করে নজর কাড়ছেন সকলের। এবারে তবে চিত্রাঙ্গদার ইন্সটাগ্রাম থেকে তাঁর চোখধাঁধানো সব লুক এক নজরে দেখে নিই চলুন।