নাটকপাড়ার হালের সেনসেশন বলা যায় তাঁকে। অভিনেতা নিলয়ের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু রোমান্টিক কমেডি ঘরানার নাটকে জান্নাতুল সুমাইয়া হিমিকে দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে। অবশ্য এর আগেও অনেক নাটকেই অভিনয় করেছেন এই অভিনেত্রী। আকর্ষণীয় পর্দা উপস্থিতি তাঁর জনপ্রিয়তায় এনেছে আলাদা মাত্রা। তবে ইন্সটাগ্রাম বলছে, হিমি পর্দার বাইরেও কম আকর্ষণীয় নন। চলুন দেখে আসি তাঁর নজরকাড়া সব লুক।
ছবি: হিমির ইন্সটাগ্রাম