১০টি বোল্ড লুকে নজর কাড়ছেন দক্ষিণি সুন্দরী পার্বতী
শেয়ার করুন
ফলো করুন

দক্ষিণের মডেল ও অভিনেত্রী পার্বতী নায়েরের মাঝে আছে এক অন্যরকম আকর্ষণ। তাই যেকোনো চরিত্রেই নজর কাড়েন তিনি বেশ। সম্প্রতি সাউথ সুপারস্টার থালাপাতি বিজয়ের নতুন সিনেমা গ্রেটেস্ট অব অল টাইম-এ তাঁকে দেখা গেছে। আর সেই ১৫ বছর বয়স থেকেই মডেলিং ও অভিনয় করে আসছেন তিনি। এই ৩১ বছর বয়স্ক অভিনেত্রী্কে মানিয়ে যায় সব পোশাকেই। তবে বোল্ড বডি ল্যাঙ্গুয়েজের জন্যই তাকে সব ধরনের লুকেই লাগে নজরকাড়া। দক্ষিণি আমেজের আকর্ষণের কারণে অনেকে তাঁকে আরেক আবেদনময়ী সাউথ কুইন সিল্ক স্মিতার সঙ্গে তুলনা করেন। সফটওয়্যার টেকনোলজিতে পড়াশোনা করা এই মডেল ও অভিনেত্রীর আকর্ষণীয় কিছু লুক দেখে নিই চলুন।

১/১০
দক্ষিণি স্টাইলে কাসাভু শাড়ি পরেছেন পার্বতী
দক্ষিণি স্টাইলে কাসাভু শাড়ি পরেছেন পার্বতী
বিজ্ঞাপন
২/১০
স্লিপ টপে স্প্যাগেটি স্ট্র্যাপ দেখা যাচ্ছে এখানে পার্বতীর লুকে
স্লিপ টপে স্প্যাগেটি স্ট্র্যাপ দেখা যাচ্ছে এখানে পার্বতীর লুকে
বিজ্ঞাপন
৩/১০
অফ দ্য শোল্ডার সিকুইনের নেভি ব্লু বডিকন গাউনে পার্বতী
অফ দ্য শোল্ডার সিকুইনের নেভি ব্লু বডিকন গাউনে পার্বতী
৪/১০
এথনিক আমেজের আকর্ষণীয় টপ ও স্কার্ট সেট পরেছেন তিনি এখানে। সঙ্গে নজর কাড়ছে ঝুমকা
এথনিক আমেজের আকর্ষণীয় টপ ও স্কার্ট সেট পরেছেন তিনি এখানে। সঙ্গে নজর কাড়ছে ঝুমকা
৫/১০
নজরকাড়া স্ট্র্যাপের নেকলাইনের সিকুইন দেওয়া বেগুনি কাট আউট গাউনে আকর্ষণীয় লাগছেন পার্বতী
নজরকাড়া স্ট্র্যাপের নেকলাইনের সিকুইন দেওয়া বেগুনি কাট আউট গাউনে আকর্ষণীয় লাগছেন পার্বতী
৬/১০
সাউথ স্টাইল আবেদনময় ড্রেপের শাড়ি আর সাদামাটা সাজে তাঁকে লাগছে মোহময়ী
সাউথ স্টাইল আবেদনময় ড্রেপের শাড়ি আর সাদামাটা সাজে তাঁকে লাগছে মোহময়ী
৭/১০
সুইটহার্ট নেকলাইন আর স্প্যাগেটি স্ট্র্যাপের কালো ভেলভেট গাউনে সিকুইনের কাজ
সুইটহার্ট নেকলাইন আর স্প্যাগেটি স্ট্র্যাপের কালো ভেলভেট গাউনে সিকুইনের কাজ
৮/১০
ডেনিম অন ডেনিম শর্টসের লুকে আকর্ষণ ছড়াচ্ছেন পার্বতী। সঙ্গে আছে হাঁটু অবধি বুটস।
ডেনিম অন ডেনিম শর্টসের লুকে আকর্ষণ ছড়াচ্ছেন পার্বতী। সঙ্গে আছে হাঁটু অবধি বুটস।
৯/১০
বোল্ড ডিজাইনের লাল গাউনে ফ্লামেঙ্কো নর্তকীর আমেজ দিচ্ছেন সাজপোশাকে এই দক্ষিণি সুন্দরী
বোল্ড ডিজাইনের লাল গাউনে ফ্লামেঙ্কো নর্তকীর আমেজ দিচ্ছেন সাজপোশাকে এই দক্ষিণি সুন্দরী
১০/১০
সাদামাটা এই কালো শাড়ির সাজেও পার্বতীর বডি ল্যাঙ্গুয়েজ জাগাচ্ছে অন্য রকম আকর্ষণ
সাদামাটা এই কালো শাড়ির সাজেও পার্বতীর বডি ল্যাঙ্গুয়েজ জাগাচ্ছে অন্য রকম আকর্ষণ

ছবি: পার্বতী নায়েরের ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩: ২১
বিজ্ঞাপন