দক্ষিণের মডেল ও অভিনেত্রী পার্বতী নায়েরের মাঝে আছে এক অন্যরকম আকর্ষণ। তাই যেকোনো চরিত্রেই নজর কাড়েন তিনি বেশ। সম্প্রতি সাউথ সুপারস্টার থালাপাতি বিজয়ের নতুন সিনেমা গ্রেটেস্ট অব অল টাইম-এ তাঁকে দেখা গেছে। আর সেই ১৫ বছর বয়স থেকেই মডেলিং ও অভিনয় করে আসছেন তিনি। এই ৩১ বছর বয়স্ক অভিনেত্রী্কে মানিয়ে যায় সব পোশাকেই। তবে বোল্ড বডি ল্যাঙ্গুয়েজের জন্যই তাকে সব ধরনের লুকেই লাগে নজরকাড়া। দক্ষিণি আমেজের আকর্ষণের কারণে অনেকে তাঁকে আরেক আবেদনময়ী সাউথ কুইন সিল্ক স্মিতার সঙ্গে তুলনা করেন। সফটওয়্যার টেকনোলজিতে পড়াশোনা করা এই মডেল ও অভিনেত্রীর আকর্ষণীয় কিছু লুক দেখে নিই চলুন।
ছবি: পার্বতী নায়েরের ইন্সটাগ্রাম