
ঋতুভেদে ফ্যাশনের রয়েছে আলাদা ধরন ও স্টাইল। রোদ–বৃষ্টির খেলা চললেও এখন গ্রীষ্মকাল। তাই এ সময় ফ্যাশনে আরামের বিষয়টি প্রাধান্য পায় সবার আগে। তবে আরামের পাশাপাশি তারকা ফ্যাশনিস্তারা গুরুত্ব দেন স্টাইলের দিকটিও। আজকের আয়োজন বাংলাদেশি তারকাদের সামার ফ্যাশন নিয়ে। এ সময় তাঁরা এথনিক ও ওয়েস্টার্ন দুই ধরনের আউটফিটই বেছে নিচ্ছেন। আর চোখজুড়ানো সব লুকে সবার সামনে আসছেন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে। চলুন, দেখে আসি ইনস্টাগ্রাম থেকে পাওয়া লুকগুলো।














ছবি: তারকাদের ইন্সটাগ্রাম