সেই ২০০৩ সালে অভিষেক হয়েছে সিনেমায়। এরপর কাজ করেছেন বেশ কিছু সিরিয়ালে। এখন সুন্দরী নায়িকা হিসেবে বেশ নামডাক হয়েছে তাঁর। অঙ্গনা রায় এখন অবশ্য ওটিটি মাতাচ্ছেন রীতিমতো। ইন্দুবালা ভাতের হোটেল দিয়েছে তাঁকে ন্যাচারল লুকের ইমেজ। তবে সামাজিক মাধ্যমে বেশ বোল্ড সব লুকে আকর্ষণ ছড়ান তিনি। চলুন অঙ্গনার কিছু নজরকাড়া লুক দেখে নিই এবারে।
ছবি: অঙ্গনা রায়ের ইন্সটাগ্রাম