
টালিউড অভিনেত্রী দর্শনা বণিকের সৌন্দর্যের তুলনা নেই। ফিগার আর মুখশ্রীর সঙ্গে তাঁর ফ্যাশন চয়েস আর বডি ল্যাঙ্গুয়েজ মিলে এই বং বার্বিকে সবসময় অত্যন্ত আকর্ষণীয় লাগে। সম্প্রতি তিনি ঝড় তুলেছেন টালিউডের 'দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস' সিনেমার প্রোমোশনাল আইটেম গান 'চুরি ছাড়া আর কাজ নেই' গানে ক্লাবিং আমেজের লুকে। এক্সক্লুসিভ আইটেম গানের লুকে যেখানে তামান্না ভাটিয়ারা বলিউডে ঝড় তুলছেন তখন সেই কারণে বিতর্কে পড়ায় বিরক্ত হচ্ছেন দর্শনা বণিক। চলুন দেখে আসি তাঁর আবেদনময় ১০ লুক।










ছবি: ইন্সটাগ্রাম