জয়া আহসান যেন জীবন্ত পুতুল হয়েই দেখা দিলেন পুতুলনাচের ইতিকথার প্রিমিয়ারে
শেয়ার করুন
ফলো করুন

ঝলমলে ট্র্যাডিশনাল কাতান শাড়ি, গয়না আর ফুলের সাজে নিপুণ হাতে গড়া জীবন্ত পুতুলের মতোই নিখুঁত লাগছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তাঁর অভিনীত পুতুলনাচের ইতিকথা সিনেমার প্রিমিয়ার লুক বর্ণনা করতে গিয়ে এছাড়া আর কীই-বা বলা যায়?

১/৮
ঝলমলে মেরুন-সোনালি টু টোনের কাতান শাড়ি পরেছেন জয়া।
ঝলমলে মেরুন-সোনালি টু টোনের কাতান শাড়ি পরেছেন জয়া।
বিজ্ঞাপন
২/৮
জমকালো শাড়ির ড্রেপিং ক্ল্যাসিক ও ট্র্যাডিশনাল। ব্লাউজ ও শাড়িতে চওড়া জরীপাড়
জমকালো শাড়ির ড্রেপিং ক্ল্যাসিক ও ট্র্যাডিশনাল। ব্লাউজ ও শাড়িতে চওড়া জরীপাড়
বিজ্ঞাপন
৩/৮
সঙ্গের ম্যাচিং ব্লাউজটির হাই নেক সুইটহার্ট ডিজাইন নজর কাড়ছে।
সঙ্গের ম্যাচিং ব্লাউজটির হাই নেক সুইটহার্ট ডিজাইন নজর কাড়ছে।
৪/৮
ব্যাকলেস ডিজাইনে বেড়েছে আবেদন
ব্যাকলেস ডিজাইনে বেড়েছে আবেদন
৫/৮
স্টেটমেন্ট টিপ, ন্যুড লিপকালার, গাঢ় কাজল ও ভ্রু, আর নাকছাবির সঙ্গে নজর কাড়ছে আংটি
স্টেটমেন্ট টিপ, ন্যুড লিপকালার, গাঢ় কাজল ও ভ্রু, আর নাকছাবির সঙ্গে নজর কাড়ছে আংটি
৬/৮
মাঝসিঁথি করে টেনে বাঁধা খোঁপায় সাদা ফুলের গাজরা। ঝুমকার লুকে এসেছে ঐতিহ্যবাহী আমেজ
মাঝসিঁথি করে টেনে বাঁধা খোঁপায় সাদা ফুলের গাজরা। ঝুমকার লুকে এসেছে ঐতিহ্যবাহী আমেজ
৭/৮
ডিপ নেক ব্লাউজের লুকে অত্যন্ত আকর্ষণীয় লাগছে  জয়াকে
ডিপ নেক ব্লাউজের লুকে অত্যন্ত আকর্ষণীয় লাগছে জয়াকে
৮/৮
নিপুণ হাতে গড়া জীবন্ত পুতুলের মতো বললে একটুও অত্যুক্তি হয় না জয়ার এই নতুন লুককে।
নিপুণ হাতে গড়া জীবন্ত পুতুলের মতো বললে একটুও অত্যুক্তি হয় না জয়ার এই নতুন লুককে।

ছবি: জয়ার ইন্সটাগ্রাম

মেকওভার: নূর আলম বাবাই

ছবির কারিগর: সৌম্য সিংহ ফটোগ্রাফি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৫: ৩০
বিজ্ঞাপন