ঝলমলে ট্র্যাডিশনাল কাতান শাড়ি, গয়না আর ফুলের সাজে নিপুণ হাতে গড়া জীবন্ত পুতুলের মতোই নিখুঁত লাগছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তাঁর অভিনীত পুতুলনাচের ইতিকথা সিনেমার প্রিমিয়ার লুক বর্ণনা করতে গিয়ে এছাড়া আর কীই-বা বলা যায়?
ছবি: জয়ার ইন্সটাগ্রাম
মেকওভার: নূর আলম বাবাই
ছবির কারিগর: সৌম্য সিংহ ফটোগ্রাফি