শাকিব খানের নতুন সিনেমা ‘অন্তরাত্মা’: জেনে নিন আশির দশকের লুক তৈরির গল্প
শেয়ার করুন
ফলো করুন

এই ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘অন্তরাত্মা’। দর্শক মহলে ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে এই চলচ্চিত্র। শাকিব খানের বিপরীতে এই সিনেমায় অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী দর্শনা বণিক। তবে সিনেমাটিতে বিশেষভাবে নজর কেড়েছে নায়ক ‘প্রথম’–এর লুক।

এই লুক ভাইরাল হয়েছে
এই লুক ভাইরাল হয়েছে

সুপারস্টার শাকিব খানের ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পরপরই তা ভাইরাল হয় সামাজিক মাধ্যমগুলোতে। অভিনয়ের মুনশিয়ানার জন্য শুধু নয়, বরং চরিত্রটির লুক ও স্টাইল বেশি নজর কেড়েছে। এই লুক তৈরির পেছনে কাজ করেছেন ফ্যাশন ডিজাইনার ফারাহ দিবা।

বিজ্ঞাপন

এই সিনেমায় শাকিব খান আশির দশকের একজন শক্তিশালী ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। চরিত্রটি একজন বাস্তব ব্যক্তির জীবন অবলম্বনে গড়ে তোলা হয়েছে, ফলে পর্দায় এই রূপ ফুটিয়ে তোলা ছিল একটি জটিল কাজ। ফারাহ দিবা বলেন, ‘অভিনয়ের জাদু দেখানো যেমন একজন অভিনেতার দায়িত্ব, তেমনি তাঁর অভিব্যক্তিকে বাস্তবসম্মত করে তোলাও একজন ডিজাইনারের বড় দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালনেরই সর্বোচ্চ চেষ্টা করেছি।’

শাকিবের এই লুকটাও ফারাহ দিবার তৈরি
শাকিবের এই লুকটাও ফারাহ দিবার তৈরি

শাকিব খানের সঙ্গে এটি দিবার দ্বিতীয় কাজ। এর আগে ‘নবাব এলএলবি’ সিনেমায় তাঁর সঙ্গে কাজ করেছেন। দারুণ সেই অভিজ্ঞতাই তাঁকে জুগিয়েছে নতুন কিছু করার অনুপ্রেরণা। এই সিনেমার  গল্প পড়ে তিনি মুগ্ধ হন এবং বরাবরের মতোই গতানুগতিক ধারার বাইরে গিয়ে আলাদা কিছু করার চ্যালেঞ্জ নেন বলে জানান। তিনি একটি চরিত্রের লুক নির্ধারণ করার আগে ওই ব্যক্তির জীবনযাপন, চলাফেরা, পোশাকের ধরন, ব্যক্তিত্ব ইত্যাদি খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত খোঁজ নেন। এরপর শুরু হয় চরিত্র বিশ্লেষণ। সেই বিশ্লেষণ থেকেই তিনি পোশাক ও লুকে বাস্তবতার ছাপ রাখার চেষ্টা করেছেন। যেমন চুলের কাট, চোখের রং, পোশাকের রং ও ধরন ইত্যাদি প্রতিটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে পূর্ণাঙ্গ লুক তৈরি করেছেন।

বিজ্ঞাপন

সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই প্রচুর প্রশংসা পেয়েছেন। দর্শকের এই অনুপ্রেরণাই মূলত তাঁদের কাজের সফলতা নিশ্চিত করে। সেটি পেয়ে আনন্দিত ফারাহ দিবাসহ পুরো টিম। এই লুকে অন্যরকম কিছুর উপস্থিতি প্রমাণ করেছে, যদি মনোযোগ দিয়ে নিরীক্ষামূলক কিছু নিয়ে কাজ করা যায়, তবে নিজস্ব শিল্প সৃষ্টির মাধ্যমে দর্শকের মন জয় করা সম্ভব। অনুকরণের দরকার হয় না।

লুক দেখছেন শাকিব খান ও  ফারাহ দিবা
লুক দেখছেন শাকিব খান ও ফারাহ দিবা

ফারাহ দিবা আরও জানান, বর্তমান দর্শকদের রুচির সঙ্গে মিল রেখে গল্প ও সময়ের সমন্বয়ে কাজটি করতে হয়েছে তাঁকে। সিনেমাটি আশির দশকের প্রেক্ষাপটে নির্মিত। এই টাইমলাইন তিনি সব সময় মনে রেখেছেন। তিনি বলেন, ‘আমরা প্রায়ই অনেকে বলি যে আমরা বিদেশি সিনেমা বা চরিত্রের অনুকরণ করি। বিশেষ করে দক্ষিণি পুরুষপ্রধান সিনেমার কথাই ধরা যাক। কিন্তু  ‘অন্তরাত্মা’ প্রমাণ করে এই ধারণা ঠিক নয়। এখানে পুরো লুক ও চরিত্রের রূপায়ণ ছিল আমাদের নিজস্ব চিন্তার বাস্তবরূপ।’

এই ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি শাকিব খানের বিগ বাজেট সিনেমা  ‘বরবাদ’–এর ক্রেজের মধ্যেও ইতিমধ্যে প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে। অবশ্য ঈদের পরে মুক্তি পেলে আরও সাড়া পেত বলে মনে করছেন অনেকেই। শাকিব খানের পাশাপাশি নায়িকা দর্শনার লুকও সবাই বেশ পছন্দ করছেন। সিনেমার নান্দনিক সিনেমাটোগ্রাফি, শক্তিশালী চরিত্রায়ণ ও বাস্তবতানির্ভর কস্টিউম ডিজাইনের জন্য এটি চলচ্চিত্রপ্রেমীদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে। এর পেছনে থাকা কস্টিউম ডিজাইনার ফারাহ দিবার সৃজনশীলতা ঢাকাই চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করেছে।
ছবি: ফারাহ দিবার সৌজন্যে পাওয়া

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৯: ০০
বিজ্ঞাপন