বলিউড তারকা কাজলের বোন তানিশা মুখার্জী ততটা সফল হতে পারেন নি অভিনেত্রী হিসেবে। কিন্তু প্রায়ই তিনি আলোচনায় থাকেন বোল্ড লুকের কারণে। এবারে এক বিপজ্জনক ড্রেসে সকলের সামনে এসে রীতিমতো ট্রলের শিকার হচ্ছেন তিনি। মাত্র কয়েকটি সাদা গোলাপ আর কালো নেটের তৈরি এই ড্রেসে যেকোনো সময় ওয়ার্ড্রোব ম্যালফাংশন হতে পারে। অবশ্য তানিশার জন্য খোলামেলা পোশাক নতুন কিছু নয়।
তবে এবার যেন নিজেকেই ছাড়িয়ে গেলেন বিখ্যাত তারকা কাজলেই বোন। নামমাত্র কয়েকটি সাদা ফেব্রিকের গোলাপ আর কালো নেটের বিপজ্জনক ড্রেসটি এখন ট্রলের শিকার হচ্ছে।
ছবি: তানিশার ইন্সটাগ্রাম