বলিউড আইকন বোনের সঙ্গে কোনো মিল নেই বোল্ড ইমেজের এই অভিনেত্রীর
শেয়ার করুন
ফলো করুন

বলিউড তারকা কাজলের বোন তানিশা মুখার্জী ততটা সফল হতে পারেন নি অভিনেত্রী হিসেবে। কিন্তু প্রায়ই তিনি আলোচনায় থাকেন বোল্ড লুকের কারণে। এবারে এক বিপজ্জনক ড্রেসে সকলের সামনে এসে রীতিমতো ট্রলের শিকার হচ্ছেন তিনি। মাত্র কয়েকটি সাদা গোলাপ আর কালো নেটের তৈরি এই ড্রেসে যেকোনো সময় ওয়ার্ড্রোব ম্যালফাংশন হতে পারে। অবশ্য তানিশার জন্য খোলামেলা পোশাক নতুন কিছু নয়।

১/১১
থাই স্লিট ড্রেসে তানিশা মুখার্জী বোলদ লুকে তিনি কখনোই পিছপা হন না
থাই স্লিট ড্রেসে তানিশা মুখার্জী বোলদ লুকে তিনি কখনোই পিছপা হন না
বিজ্ঞাপন

তবে এবার যেন নিজেকেই ছাড়িয়ে গেলেন বিখ্যাত তারকা কাজলেই বোন। নামমাত্র কয়েকটি সাদা ফেব্রিকের গোলাপ আর কালো নেটের বিপজ্জনক ড্রেসটি এখন ট্রলের শিকার হচ্ছে।

বিজ্ঞাপন
২/১১
আকর্ষণীয় লাউঞ্জওয়্যারে তানিশা
আকর্ষণীয় লাউঞ্জওয়্যারে তানিশা
৩/১১
ওয়ান শোল্ডার এই ন্যুড রঙা বডিকন মিনি কাট আউট ড্রেসের লুকে মিশরীয় ভাইব
ওয়ান শোল্ডার এই ন্যুড রঙা বডিকন মিনি কাট আউট ড্রেসের লুকে মিশরীয় ভাইব
৪/১১
ব্লাউজ ছাড়া শাড়ির এই স্নিগ্ধ সাজে আকর্ষণ ছড়াচ্ছেন তানিশা
ব্লাউজ ছাড়া শাড়ির এই স্নিগ্ধ সাজে আকর্ষণ ছড়াচ্ছেন তানিশা
৫/১১
আবেদন ছড়াতে শুধু একটি সাদা শার্টই যথেষ্ট এই অভিনেত্রীর কাছে
আবেদন ছড়াতে শুধু একটি সাদা শার্টই যথেষ্ট এই অভিনেত্রীর কাছে
৬/১১
করসেটের সঙ্গে ম্যাচিং লাতে রঙের শিফল শাড়ি পরেছেন তিনি এখানে
করসেটের সঙ্গে ম্যাচিং লাতে রঙের শিফল শাড়ি পরেছেন তিনি এখানে
৭/১১
অরিগ্যামি ডিজাইনে ফেব্রিক ফোল্ড করে বানানো  সাদা মিনিড্রেসে দেখা যাচ্ছে তাঁকে
অরিগ্যামি ডিজাইনে ফেব্রিক ফোল্ড করে বানানো সাদা মিনিড্রেসে দেখা যাচ্ছে তাঁকে
৮/১১
ব্যাকলেস লুকে আবেদন বাড়িয়েছে স্ট্রিং ডিজাইন
ব্যাকলেস লুকে আবেদন বাড়িয়েছে স্ট্রিং ডিজাইন
৯/১১
হাই ফ্যাশনে বোল্ড আমেজে তানিশা। পরেছেন ন্যুড ফেব্রিক দেওয়া বডিকন মারমেইড গাউন
হাই ফ্যাশনে বোল্ড আমেজে তানিশা। পরেছেন ন্যুড ফেব্রিক দেওয়া বডিকন মারমেইড গাউন
১০/১১
ব্রালেটের সঙ্গে মায়চিং হলুদ মনোক্রোম থাইস্লিট স্কার্ট
ব্রালেটের সঙ্গে মায়চিং হলুদ মনোক্রোম থাইস্লিট স্কার্ট
১১/১১
মা তনুজা ও বোন কাজলের চেয়ে বেশ আলাদা ইমেজ অভিনেত্রী তানিশার, বলতেই হয়
মা তনুজা ও বোন কাজলের চেয়ে বেশ আলাদা ইমেজ অভিনেত্রী তানিশার, বলতেই হয়

ছবি: তানিশার ইন্সটাগ্রাম

প্রকাশ: ২০ মে ২০২৫, ০৪: ০৭
বিজ্ঞাপন