সিনেমার স্ক্রিনিংয়ে খুশিকে দেখা গিয়েছিল একটি লাল রঙের পোশাকে। লাল ড্রেসের সঙ্গে কালো বেল্টের গোল্ডেন ডিটেইলিং মিলে যাচ্ছিল তাঁর ব্যাগের সঙ্গে। কালো বেল্টটি পুরো লুকে এনে দিয়েছে একটি ভিন্টেজ আবহ। এই লুক সন্ধ্যার ডেটের জন্য একেবারে খাপে খাপ!
বলিউড সিনেমার প্রমোশনে এই লুকে খুশি করসেটের সঙ্গে বেছে নিয়েছেন গাঢ় বেগুনি রঙের স্কার্ট। করসেটে শোভা বাড়িয়েছে ফ্লোরাল নকশা আর হার্টশেপ। শরীর আকড়ে রাখা ঘরানার এই পোশাকে তাঁকে লাগছে আকর্ষণীয়। ট্যাসেল দেওয়া হার্টশেপের ব্যাগটি পুরো লুকে এনে দিচ্ছে সামঞ্জস্য।
মর্ডান লুকে বরাবরই আকর্ষণীয় তিনি। ‘লাভইয়াপা’–এর থিমের সঙ্গে মিলিয়ে বটল গ্রিন ফ্লোরাল কাজের সারারাকে দিয়েছেন মর্ডান টাচ। মিনিমাল মেকআপ ও হেয়ারস্টাইলে পুরোপুরি জেন–জি ফ্যাশনিস্তা লাগছে তাঁকে।
সব লুকের মধ্যে এই লুকেই খুশি মন কেড়েছেন সবচেয়ে বেশি। হার্ট মোটিফের লেহেঙ্গাটি বেশ সাধারণ। তবে যা অসাধারণ, তা হলো হার্ট মোটিফের ব্লাউজ। ব্লাউজের স্লিভের বিডেড স্ট্র্যাপ এনে দিচ্ছে পশ্চিমা ফ্যাশনের ধাঁচ। মিনিমাল মেকআপ ও কোঁকড়া চুলের লুকে এখানে হাসিখুশি তিনি। এই লুকেও বাদ পড়েনি হার্ট মোটিফের ব্যাগ। তবে বেছে নিয়েছেন প্রেমের রং লাল।
ভালোবাসার মাসে মুক্তি পেয়েছে ‘লাভইয়াপা’। খুশির প্রেমময় সাজপোশাকের এটিও একটি কারণ। ভ্যালেন্টাইনস ডের জন্য একেবারে উপযুক্ত একটি ড্রেস বেছে নিয়েছেন তিনি। লাল এই প্লিটেড গাউনে আছে হার্টশেপের ডিটেইলিং। এখানেও হাতে দেখা মিলছে একই মোটিফের ব্যাগ।
কটেজ-কোর অনুপ্রাণিত ফ্লোরাল ড্রেসটিকে আরও সুন্দর করে তুলেছে এর লেইস ডিটেইলিং। এই সিম্পল লুকে জেন–জি ফ্যাশনে ‘লেস ইজ মোর’–এর ট্রেন্ড বজায় রেখেছেন পুরোপুরি।
খুশিকে বেশ সুন্দর আর স্টাইলিশ লাগছে এই লুকে। মিরর ওয়ার্ক করা স্ট্রেপলেস টপের সঙ্গে ফিউশন ঘরানার ফ্লোরাল সারারা শাড়ি পরেছেন তিনি। ন্যুড মেকআপ আর পনিটেইল করেছেন। মিনিমাল সাজে বেছে নিয়েছেন সিম্পল কানের দুল।