টিউব ড্রেসে জয়া আহসানের আকর্ষণীয় লুক
শেয়ার করুন
ফলো করুন

জয়া আহসানের রূপের কথা আলাদা করে বলার কিছু নেই। বয়সকে এই জনপ্রিয় অভিনেত্রী আগেই হার মানিয়েছেন। চিরযৌবনা জয়ার মতো এত আকর্ষণীয় অবয়ব আর অপূর্ব সুন্দর মুখশ্রীর সমন্বয় খুব কম অভিনেত্রীর মধ্যেই দেখা যায়।

শাড়িতে যেমন তিনি আকর্ষণ ছড়ান, তেমনি সব ধরনের পশ্চিমা পোশাকেও ফুটে ওঠে জয়ার আত্মবিশ্বাসী সৌন্দর্য। সম্প্রতি এক ফটোশুটে টিউব ড্রেস আর ব্লেজারের বর্ণিল সাজে জয়াকে দেখা গেল আবেদনময় ভঙ্গিমায়।

বিজ্ঞাপন

এখানে কালো-লাল সিল্কের ওপরে রংচঙে ডিজিটাল প্রিন্ট করা একটি ড্রেস পরেছেন জয়া। সুন্দর ফিটিংয়ের ড্রেসটিতে টিউব প্যাটার্নের ডিজাইন। হাঁটুর কিছুটা নিচ পর্যন্ত দৈর্ঘ্য।

এর সঙ্গে জয়া একটি উজ্জ্বল সবুজ নিটেড ব্লেজার পরেছেন। ব্লেজারের মতো করে না পরে কাঁধের ওপরে দিয়ে রেখেছেন তিনি এটি। এতে পুরো আউটফিটে দারুণ লেয়ারিং এফেক্ট এসেছে। পায়ে ট্রেন্ডি স্বচ্ছ হিল স্যান্ডেল। ব্লেজারের শো বোতাম নজর কাড়ছে।

বিজ্ঞাপন

কোনো গয়না না অনুষঙ্গের লেশমাত্র দেখা যাচ্ছে না। মেকওভারও নো মেকআপ স্টাইলে। বলতে গেলে কিছুই চোখে পড়ছে তেমন আলাদা করে ন্যুড লিপকালার আর কাজল ছাড়া।

এক পাশে সিঁথি করে খুলে রাখা চুলের বাদামী হেয়ারকালারে ব্লন্ড হাইলাইট দেখা যাচ্ছে। এই সাদামাটা লুকেই অত্যন্ত আবেদনময় লাগছে জয়া আহসানকে যথারীতি।

ছবি: জয়া আহসানের ফেসবুক ও ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০২: ০০
বিজ্ঞাপন