নীলাঞ্জনা নীলা। নবাগতা বলা যাবে না এই নবীন অভিনেত্রীকে। এর আগে ছোট পর্দায় বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। করেছেন উপস্থাপনা আর মডেলিং। তবে 'শ্যামা কাব্য' সিনেমায় মূল নারী চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছেন এই অভিনেত্রী। বদরুল আলম সৌদের এই সিনেমায় নীলাঞ্জনা নীলা অভিনয় করেছেন গুণী অভিনেতা সোহেল মন্ডলের বিপরীতে। সুন্দরী এই অভিনেত্রী সব পোশাকেই বেশ স্বচ্ছন্দ। তাঁর ইন্সটাগ্রাম থেকে পাওয়া ছবিগুলোতে নীলাঞ্জনা নীলার বৈচিত্র্যময় স্টাইল স্টেটমেন্টের পরিচয় মিলছে ভালোভাবেই।
ছবি: নীলাঞ্জনা নীলার ইন্সটাগ্রাম