লাল টুকটুকে বিয়ের সাজে কনে বেশে অভিনেত্রী। তারপর ক্যামেরায় ধরা দিয়েছেন নানা ভঙ্গিমায়। তাঁর সাজপোশাকে ফুটে উঠেছে জমকালো আর অভিজাত ভাব। পরেছেন সোনালি জরি সুতা কাজের লাল জামদানি। সঙ্গে কনুইহাতা ম্যাচিং ব্লাউজ। আকর্ষণীয় সোনার গয়নায় সেজেছেন তিনি। হাতে শোভা পাচ্ছে আলতা আর শাঁখা-পলা। মাথায় জামদানি ওড়না ছাড়াও পরেছেন খুব সুন্দর একটা শোলার মুকুট। অভিনেত্রীর মেকআপের প্রশংসা না করলেই নয়। আকলিমা’স বিউটি পারলার থেকে সফট গ্ল্যাম মেকআপে সেজেছেন তিনি। লাল টিপ, কপাল চন্দন, লাল লিপস্টিক, সোনালি আইশ্যাডো আর আইলাইনারে তাঁকে লাগছে অপূর্ব।
অভিনেত্রীর এই লুক এখন ভাইরাল বলা চলে। বেজ রঙের জমকালো একটি শাড়ি পরেছেন তিনি শ্রীলঙ্কান স্টাইলে। সঙ্গে ডিপনেক ও কনুইহাতা ম্যাচিং ব্লাউজ জুটি বেঁধেছে। পোশাকের পুরোটায় মুক্তা, পুঁতি আর সিকুইনের নিখুঁত কাজ ফুটে উঠেছে। আলাদাভাবে আকর্ষণ কাড়ছে অভিনেত্রীর গয়না। কয়েক লহরের সোনা ও মুক্তার ডিজাইন করা নেকপিস পরেছেন। কানে পরেছেন ঝুমকা। হেয়ারস্টাইলে যোগ হয়েছে টায়রা ও টিকল। খোঁপায় শোভা বাড়িয়েছে ফুল। অভিনেত্রী এক হাতে পরেছেন মুক্তা বসানো চুড়ি, আরেক হাতে রতনচূর। পোশাক ও গয়নায় রাজকীয় আমেজ ষোলো আনাই ফুটে উঠেছে তাঁর। তাই মেকআপ রেখেছেন মিনিমাল। আকলিমা’স বিউটি পারলার থেকে ন্যুড মেকআপে সেজেছেন তিনি।
ছবি: মিমের ইন্সটাগ্রাম