বলিউড অভিনেত্রী বাণী কাপুরকে খুব কম মুভিতেই দেখা গেছে তার এই ১০ বছরের ক্যারিয়ারে। ২০১৩ সালে বি-টাউনের কুলীন প্রোডাকশন হাউজ যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ হন এই সম্ভাবনাময় অভিনেত্রী। মুক্তি পায় অকালপ্রয়াত বলিউড হার্টথ্রব সুশান্ত সিং রাজপুতের সঙ্গে শুদ্ধ দেশি রোমান্স। এর জন্য ফিল্মফেয়ার পুরষ্কারও পান তিনি সম্ভাবনাময় নবাগতা হিসেবে। এরপরে খুব বেশি হিট মুভি নেই তাঁর ঝুলিতে। তবে ২০২১ সালে চন্ডীগড় করে আশিকি ছবিতে জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানার বিপরীতে একজন ট্রান্সজেন্ডার নারীর ভূমিকায় অভিনয় করে খুব প্রশংসা পেয়েছেন বাণী। অভিনয় ক্যারিয়ারের পরিসংখ্যান যাই বলুক, বাণী কাপুরের স্টাইলিশ সব বোল্ড লুকের ছবি সবসময়ই আকর্ষণের কেন্দ্রে থাকে। দীর্ঘাঙ্গী এই মডেল ও অভিনেত্রী তাঁর সাহসী ফ্যাশনের জন্য পরিচিত। তাঁর ইন্সটাগ্রামের বিভিন্ন ছবিতে এমন সব বোল্ড ফ্যাশনের লুকগুলো দেখে নেওয়া যাক এবারে।