বাণী কাপুরের যত বোল্ড ফ্যাশন
শেয়ার করুন
ফলো করুন

বলিউড অভিনেত্রী বাণী কাপুরকে খুব কম মুভিতেই দেখা গেছে তার এই ১০ বছরের ক্যারিয়ারে। ২০১৩ সালে বি-টাউনের কুলীন প্রোডাকশন হাউজ যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ হন এই সম্ভাবনাময় অভিনেত্রী। মুক্তি পায় অকালপ্রয়াত বলিউড হার্টথ্রব সুশান্ত সিং রাজপুতের সঙ্গে শুদ্ধ দেশি রোমান্স। এর জন্য ফিল্মফেয়ার পুরষ্কারও পান তিনি সম্ভাবনাময় নবাগতা হিসেবে। এরপরে খুব বেশি হিট মুভি নেই তাঁর ঝুলিতে। তবে ২০২১ সালে চন্ডীগড় করে আশিকি ছবিতে জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানার বিপরীতে একজন ট্রান্সজেন্ডার নারীর ভূমিকায় অভিনয় করে খুব প্রশংসা পেয়েছেন বাণী। অভিনয় ক্যারিয়ারের পরিসংখ্যান যাই বলুক, বাণী কাপুরের স্টাইলিশ সব বোল্ড লুকের ছবি সবসময়ই আকর্ষণের কেন্দ্রে থাকে। দীর্ঘাঙ্গী এই মডেল ও অভিনেত্রী তাঁর সাহসী ফ্যাশনের জন্য পরিচিত। তাঁর ইন্সটাগ্রামের বিভিন্ন ছবিতে এমন সব বোল্ড ফ্যাশনের লুকগুলো দেখে নেওয়া যাক এবারে।

১/৯
 হাই থাই স্লিট আর নেকলাইনের দিক থেকে অত্যন্ত বোল্ড এই কালো স্যাটিনের গাউনটি বাণীকে করেছে আরও আকর্ষণীয়
হাই থাই স্লিট আর নেকলাইনের দিক থেকে অত্যন্ত বোল্ড এই কালো স্যাটিনের গাউনটি বাণীকে করেছে আরও আকর্ষণীয়
বিজ্ঞাপন
২/৯
 লঞ্জরি বা রাতপোশাকের ফ্যাশনে বাণী সেরা
লঞ্জরি বা রাতপোশাকের ফ্যাশনে বাণী সেরা
বিজ্ঞাপন
৩/৯
গভীর নেকলাইন, শিয়ার ফেব্রিক আর চমৎকার ফিটিং- সব মিলে এই গাউনটি যেন বাণী কাপুরের জন্যই তৈরি
গভীর নেকলাইন, শিয়ার ফেব্রিক আর চমৎকার ফিটিং- সব মিলে এই গাউনটি যেন বাণী কাপুরের জন্যই তৈরি
৪/৯
ড্রেপ ডিজাইনের ডিটেইলিং দেওয়া ড্রেসে বাণী
ড্রেপ ডিজাইনের ডিটেইলিং দেওয়া ড্রেসে বাণী
৫/৯
ব্যাকলেস ডিজাইনে  বাণী কাপুরকে মানায় খুব
ব্যাকলেস ডিজাইনে  বাণী কাপুরকে মানায় খুব
৬/৯
স্পোর্টস ওয়্যারেও বাণী স্মার্ট আর বোল্ড
স্পোর্টস ওয়্যারেও বাণী স্মার্ট আর বোল্ড
৭/৯
টারটল নেক স্লিভ্লেস টপ আর মাইক্রো মিনি স্কার্ট।নিটওয়্যারে এর চেয়ে বেশি উষ্ণতা ছড়ানো সম্ভব নয়।
টারটল নেক স্লিভ্লেস টপ আর মাইক্রো মিনি স্কার্ট।নিটওয়্যারে এর চেয়ে বেশি উষ্ণতা ছড়ানো সম্ভব নয়।
৮/৯
 লাল লেহেঙ্গায় সমান আকর্ষণীয় বাণী। গলায়  টিয়ারড্রপ পান্নার হার নজর কাড়ছে
লাল লেহেঙ্গায় সমান আকর্ষণীয় বাণী। গলায়  টিয়ারড্রপ পান্নার হার নজর কাড়ছে
৯/৯
লঞ্জরি ঘরানার কালো স্লিপ ড্রেসের নেটের ফেব্রিকে বাণীর শারীরিক সৌন্দর্য ফুটে উঠেছে। স্ট্র্যাপলেস ডিজাইন আর মানানসই হিলস আবেদন বাড়াচ্ছে
লঞ্জরি ঘরানার কালো স্লিপ ড্রেসের নেটের ফেব্রিকে বাণীর শারীরিক সৌন্দর্য ফুটে উঠেছে। স্ট্র্যাপলেস ডিজাইন আর মানানসই হিলস আবেদন বাড়াচ্ছে
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ০৪: ০০
বিজ্ঞাপন