দক্ষিণি সিনেমা নিয়ে যেকোনো সময়ের চেয়ে এখন বিশ্বব্যপী আগ্রহ বেড়েছে। তেলেগু, তামিল আর মালায়লম সিনেমার অভিনেত্রীরা এখন জনপ্রিয় খুব। ২০১৩ সালে অভিষেকের পর তেলেগু সিনেমায় নিজের শক্ত অবস্থান গড়ে তোলা রাশি খান্না নজর কেড়ে চলেছেন তাঁর অভিনয়শৈলী আর ফ্যাশন সেন্স দিয়ে। সুন্দরী এই তেলেগু তারকা সাজপোশাকে অত্যন্ত আকর্ষণীয়। চলুন তবে তাঁর ইন্সটাগ্রাম ঘুরে নজরকাড়া সব লুক দেখে নিই।
ছবি: রাশি খান্নার ইন্সটাগ্রাম