'প্রিয়তমা' ইধিকার পূজার সাজ
শেয়ার করুন
ফলো করুন

ঢালিউডের সুপারস্টার শাকিব খানের বিপরীতে প্রিয়তমা মুভিতে অভিনয় করে ভারতের ইধিকা পাল এখন আমাদের সবার প্রিয় বনে গেছেন।

ছবিতে সারল্যভরা হাসিমুখ আর স্লিভলেস ব্লাউজ আর শিফন শাড়িতে অপরূপা ইধিকা সবার নজর কেড়েছেন। এর আগে বাংলাদেশে তাঁকে সেভাবে সবাই না চিনলেও এখন তিনি সবার কাছে সুপরিচিত প্রিয়তমা ইধিকা।

বিজ্ঞাপন

পূজা উপলক্ষে ইধিকা অত্যন্ত সুন্দর ঐতিহ্যবাহী শাড়িতে সেজেছেন। ডিজাইনার অদিতি ঘোষের নীল আর ঘিয়ে রঙের ক্ল্যাসিক গোল বুটি দেওয়া লাল তাঁতের শাড়ি পরেছেন তিনি।

সাদামাটা বোনানো পাড়েও ঘিয়ে রং। নাতিদীর্ঘ হাতার লাল ব্লাউজের বর্ডারে জরির হালকা কাজ৷ হাতে শাঁখা, পলা আর কানে–গলায় নজরকাড়া মীনাকারি করা অক্সিডাইজড মেটালের গয়না৷ হাতের স্টেটমেন্ট আংটিও একই ম্যাটেরিয়ালের।

বিজ্ঞাপন

চোখের ওপরে ও নিচে মোটা কাজলরেখা। সেমিম্যাট মেকআপে ইটলাল লিপ কালারটি খুব মানিয়েছে ইধিকাকে। হাতে আলতার রঙে নকশা আঁকা। এক ঢাল খোলা চুল।

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে হাতের পদ্মকলির গুচ্ছ। এক পাশে কানের পাশা ঘেঁষেও আধফোটা পদ্মফুল। সব মিলিয়ে প্রিয়তমা বলেই ডাকা যায় ইধিকাকে এমন রূপে৷

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০২: ০০
বিজ্ঞাপন