পাঞ্জাবি চলচ্চিত্রের পরিচিত নাম ওয়ামিকা গাবি। ২০০৭ সালে ছোট এক দৃশ্যে দেখা যায়, তাঁকে জনপ্রিয় হিন্দি ছবি 'জাব উই মেট'- এ। এরপর ২০১৩ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের বিপরীতে 'তু মেরা ২২, ম্যায় তেরা ২২' নামের পাঞ্জাবি ছবি দিয়েই লাইমলাইটে আসেন এই পাঞ্জাবি অভিনেত্রী। এরপর তামিল ও মালয়ালম ছবিতেও কাজ করেছেন ওয়ামিকা। এরপর এ বছর ২০২৩ সালের এপ্রিল মাসে আমাজন সিরিজ 'জুবিলি'তে ৪০ আর ৫০ দশকের উঠতি নায়িকার ভূমিকায় তাঁর অভিনয় প্রশংসিত হয় খুব।তারপর এখন বলিউডের নামী পরিচালক বিশাল ভরদ্বাজের স্পাই থ্রিলার 'খুফিয়া'য় চার্লি চোপড়ার ভূমিকায় নিজেকে ছাড়িয়ে গেলেন ওয়ামিকা। আবার সকলের চোখ ধাঁধাতে আসছেন এই পাঞ্জাবি বম্বশেল। 'জাওয়ান'খ্যাত অ্যাটলি পরিচালিত ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে কাস্ট করা হয়েছে তাঁকে।
ছবি: ওয়ামিকার ইন্সটাগ্রাম