সাদা পোশাকের রয়েছে আলাদা আবেদন। নিজেকে শুভ্রতার চাদরে মোড়ানোর পাশাপাশি লুকে এনে দেয় এলিগেন্ট আমেজও। বলিউড সুন্দরীরা অবশ্য এসব বিষয়ে এক ধাপ এগিয়ে। অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে শুরু করে রেড কার্পেট লুক, এয়ারপোর্ট লুক কিংবা ছুটি কাটাতে গেলেও সাদা পোশাককে সঙ্গী করেন অনেক তারকা। শুভ্রতার আবেদনে বলিউড ডিভাদের তেমনই কিছু লুক দেখে নেওয়া যাক