কোজি উইন্টার লুকে উষ্ণতা ছড়াচ্ছেন হালের এই জনপ্রিয় অভিনেত্রী
শেয়ার করুন
ফলো করুন

শ্রীমা ভট্টাচার্য—পশ্চিম বাংলার বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী। ছোট পর্দা দিয়ে অভিনয়জীবনের শুরু হলেও এখন ওয়েব সিরিজ, সিনেমা—সব জায়গায়ই তাঁর পদচারণ। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ অ্যাকটিভ থাকেন তিনি। সেখান থেকেই জানা যায় তাঁর জীবনের আপডেট। অভিনেত্রী প্রায়ই সুন্দর সব স্টাইলিশ ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। ফ্যাশনের বিষয়েও পিছিয়ে নেই এই বং সুন্দরী। সম্প্রতি কোজি উইন্টার লুকে উষ্ণতা ছড়ালেন তিনি। রইল বিস্তারিত

১/৫
শ্রীমার এই লুকটি এক কথায় সফট গ্ল্যামার আর এলিগ্যান্সের নিখুঁত মিশেল। ফ্রেমে তাঁকে দেখা যাচ্ছে উষ্ণ মাস্টার্ড-টোনের একটি ওভারসাইজড নিটেড উল সোয়েটার–এ। অফ-শোল্ডার স্টাইলের এই আউটফিট লুকের মূল আকর্ষণ।
শ্রীমার এই লুকটি এক কথায় সফট গ্ল্যামার আর এলিগ্যান্সের নিখুঁত মিশেল। ফ্রেমে তাঁকে দেখা যাচ্ছে উষ্ণ মাস্টার্ড-টোনের একটি ওভারসাইজড নিটেড উল সোয়েটার–এ। অফ-শোল্ডার স্টাইলের এই আউটফিট লুকের মূল আকর্ষণ।
বিজ্ঞাপন
২/৫
নরম উলের টেক্সচার আর ঢিলেঢালা সিলুয়েট একদিকে যেমন শীতের আরাম এনে দেয়, অন্যদিকে যোগ করে কনটেম্পোরারি মুড। সোয়েটারের সঙ্গে জুটি হয়েছে ডেনিম শর্টস।
নরম উলের টেক্সচার আর ঢিলেঢালা সিলুয়েট একদিকে যেমন শীতের আরাম এনে দেয়, অন্যদিকে যোগ করে কনটেম্পোরারি মুড। সোয়েটারের সঙ্গে জুটি হয়েছে ডেনিম শর্টস।
বিজ্ঞাপন
৩/৫
অ্যাক্সেসরিজে তিনি মিনিমাল পথেই হেঁটেছেন। কানে গোল্ড টোনের ড্যাংলার ইয়াররিং, হাতে আংটি—সবকিছুই ড্রেসের উষ্ণ রঙের সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে। ভারী গয়নার বদলে এই মিনিমাল জুয়েলারিই লুকটিকে রেখেছে এলিগ্যান্ট ও আধুনিক।
অ্যাক্সেসরিজে তিনি মিনিমাল পথেই হেঁটেছেন। কানে গোল্ড টোনের ড্যাংলার ইয়াররিং, হাতে আংটি—সবকিছুই ড্রেসের উষ্ণ রঙের সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে। ভারী গয়নার বদলে এই মিনিমাল জুয়েলারিই লুকটিকে রেখেছে এলিগ্যান্ট ও আধুনিক।
৪/৫
ডিউই ও গ্লোয়িং ফিনিশ মেকআপ বেছে নিয়েছেন শ্রীমা। ত্বকে হালকা গোলাপি আভা আরও ফ্রেশ আমেজ এনেছে। চোখে মাসকারা, ঠোঁটে ন্যুড-পিঙ্ক গ্লসে আভা ছড়াচ্ছেন যেন এই সুন্দরী অভিনেত্রী। চুল সাইড পার্ট করে সফট কার্ল করে ছেড়ে রাখা হয়েছে।
ডিউই ও গ্লোয়িং ফিনিশ মেকআপ বেছে নিয়েছেন শ্রীমা। ত্বকে হালকা গোলাপি আভা আরও ফ্রেশ আমেজ এনেছে। চোখে মাসকারা, ঠোঁটে ন্যুড-পিঙ্ক গ্লসে আভা ছড়াচ্ছেন যেন এই সুন্দরী অভিনেত্রী। চুল সাইড পার্ট করে সফট কার্ল করে ছেড়ে রাখা হয়েছে।
৫/৫
সব মিলিয়ে এই লুকটি হলো উইন্টার কোজি গ্ল্যাম, যেখানে আরাম, সৌন্দর্য আর আত্মবিশ্বাস একসঙ্গে ধরা দিয়েছে। অতিরিক্ত স্টাইলিং ছাড়াই কীভাবে একটি সাধারণ উলের পোশাককে স্টেটমেন্ট লুকে পরিণত করা যায়—এই লুক তারই নিখুঁত উদাহরণ।
সব মিলিয়ে এই লুকটি হলো উইন্টার কোজি গ্ল্যাম, যেখানে আরাম, সৌন্দর্য আর আত্মবিশ্বাস একসঙ্গে ধরা দিয়েছে। অতিরিক্ত স্টাইলিং ছাড়াই কীভাবে একটি সাধারণ উলের পোশাককে স্টেটমেন্ট লুকে পরিণত করা যায়—এই লুক তারই নিখুঁত উদাহরণ।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০২: ১৪
বিজ্ঞাপন