
টালিউডের সর্বকালের সুইটহার্ট বলা যায় তাঁকে। কিছু মানুষের সৌন্দর্য খুব টানে সবাইকে। শুভশ্রী গাঙ্গুলি ঠিক তেমনই একজন। মা হয়েছেন, নিজের ফিটনেস ফিরিয়েছেন। অভিনয় জগতে বারবার চমক দিয়েছেন দারুণ সব সিনেমায়। সবকিছুর মাঝে শুভশ্রীর ফেসকার্ডের আবেদন আছে একই রকম। ছবির গল্পের প্রথম লুকে গোলাপির আভায় যেমন অপরূপা তিনি, শুভ্রতায়ও এই অভিনেত্রী সমান সুন্দর। চলুন চোখজুড়ানো এই দুই লুকে দেখে নিই সবার প্রিয় শুভশ্রীকে।









ছবি: শুভশ্রীর ফেসবুক