গোলাপির আভায় অপরূপা তিনি, শুভ্রতায়ও সমান সুন্দর
শেয়ার করুন
ফলো করুন

টালিউডের সর্বকালের সুইটহার্ট বলা যায় তাঁকে। কিছু মানুষের সৌন্দর্য খুব টানে সবাইকে। শুভশ্রী গাঙ্গুলি ঠিক তেমনই একজন। মা হয়েছেন, নিজের ফিটনেস ফিরিয়েছেন। অভিনয় জগতে বারবার চমক দিয়েছেন দারুণ সব সিনেমায়। সবকিছুর মাঝে শুভশ্রীর ফেসকার্ডের আবেদন আছে একই রকম। ছবির গল্পের প্রথম লুকে গোলাপির আভায় যেমন অপরূপা তিনি, শুভ্রতায়ও এই অভিনেত্রী সমান সুন্দর। চলুন চোখজুড়ানো এই দুই লুকে দেখে নিই সবার প্রিয় শুভশ্রীকে।

গোলাপির আভায় অপরূপা

১/৯
বেবি পিংক জর্জেট শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজে শুভশ্রী। উঁকি দিচ্ছে সিলভার হিলস
বেবি পিংক জর্জেট শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজে শুভশ্রী। উঁকি দিচ্ছে সিলভার হিলস
বিজ্ঞাপন
২/৯
ডিপনেক ব্লাউজে বেড়েছে আকর্ষণ
ডিপনেক ব্লাউজে বেড়েছে আকর্ষণ
বিজ্ঞাপন
৩/৯
শরীরের ওপরের অংশে পরিমিত শিমারের ব্যবহার নজর কাড়ছে। পরেছেন সাদা পাথরের সরু ব্রেসলেট, ছোট নেকলেস আর দুল
শরীরের ওপরের অংশে পরিমিত শিমারের ব্যবহার নজর কাড়ছে। পরেছেন সাদা পাথরের সরু ব্রেসলেট, ছোট নেকলেস আর দুল
৪/৯
খোলা চুলের খুনসুটিতে বাড়তি মাত্রা দিয়েছে চকলেটে বারে কামড় দেওয়ার পোজ
খোলা চুলের খুনসুটিতে বাড়তি মাত্রা দিয়েছে চকলেটে বারে কামড় দেওয়ার পোজ
৫/৯
হালকা গোলাপি লিপকালার, মিনিমাল ব্লাশ আর আইশ্যাডোর এই ফেসকার্ড এখনও সমান আবেদন রাখে
হালকা গোলাপি লিপকালার, মিনিমাল ব্লাশ আর আইশ্যাডোর এই ফেসকার্ড এখনও সমান আবেদন রাখে

শুভ্রতায় সমান সুন্দর

৬/৯
গ্রেসফুল সাদা নেটের শাড়ির লুকে দেখা দিলেন শুভশ্রী
গ্রেসফুল সাদা নেটের শাড়ির লুকে দেখা দিলেন শুভশ্রী
৭/৯
উঁচু গলার ফুলস্লিভ ব্লাউজ পুরো লুকে এনেছে আভিজাত্য
উঁচু গলার ফুলস্লিভ ব্লাউজ পুরো লুকে এনেছে আভিজাত্য
৮/৯
পার্লের লহরে চোকার আর ব্রেসলেট ক্লাসি লুক দিচ্ছে
পার্লের লহরে চোকার আর ব্রেসলেট ক্লাসি লুক দিচ্ছে
৯/৯
খোলা চুলে হালকা হাইলাইট আর ওয়েভস। কিছুটা টেনে দেওয়া আইলাইনারের নাটকীয় চোখের সাজে ন্যুড গোলাপি লিপস আর ক্রিমি ফিনিশের মেকওভারে নজর কাড়ছেন শুভশ্রী
খোলা চুলে হালকা হাইলাইট আর ওয়েভস। কিছুটা টেনে দেওয়া আইলাইনারের নাটকীয় চোখের সাজে ন্যুড গোলাপি লিপস আর ক্রিমি ফিনিশের মেকওভারে নজর কাড়ছেন শুভশ্রী

ছবি: শুভশ্রীর ফেসবুক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৫: ৪১
বিজ্ঞাপন