শাড়ি-লেহেঙ্গার ৩ লুকে আবেদনে ভরপুর মিমি
শেয়ার করুন
ফলো করুন

দুষ্টু কোকিল মিমি চক্রবর্তী এখন শুধু কলকাতা নয়, বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছেও এক চেনা ও প্রিয় মুখ। তুফান সিনেমার মাধ্যমে নিজেকে দুই বাংলায় এক অনন্য অবস্থানে নিয়ে গেছেন তিনি। আর সেই সঙ্গে দিন সিন যেন তাঁর সৌন্দর্য বেড়েই চলেছে। ফিটনেসের ধার বেড়েছে, সেই সঙ্গে ভরপুর আবেদনের পারদও উঠে যাচ্ছে। মিমিকে পশ্চিমা পোশাকে দারুণ মানিয়ে যায়। তবে এথনিক লুকে শাড়ি বা লেহেঙ্গার সাজে যেন এমটু বেশিই আবেদনময়ী তিনি। সম্প্রতি মিমিকে এমনই দুই লুকে দেখা গেছে।

১/৯
লাল স্যাটিনের মনোক্রোম শাড়ি আর ম্যাচিং স্লিভলেস ব্লাউজ পরেছেন মিমি চক্রবর্তী
লাল স্যাটিনের মনোক্রোম শাড়ি আর ম্যাচিং স্লিভলেস ব্লাউজ পরেছেন মিমি চক্রবর্তী
বিজ্ঞাপন
২/৯
সঙ্গে রয়েছে ট্রাডিশনাল সোনার গয়না। মিমি পরেছেন চোকার, লম্বা নেকপিস আর বালা।
সঙ্গে রয়েছে ট্রাডিশনাল সোনার গয়না। মিমি পরেছেন চোকার, লম্বা নেকপিস আর বালা।
বিজ্ঞাপন
৩/৯
গ্লসি ফিনিশের হালকা মেক আপ করেছেন এই অভিনেত্রী এখানে। গোলাপি লিপকালার আর ছেড়ে রাখা চুলে মানিয়েছে খুব।
গ্লসি ফিনিশের হালকা মেক আপ করেছেন এই অভিনেত্রী এখানে। গোলাপি লিপকালার আর ছেড়ে রাখা চুলে মানিয়েছে খুব।
৪/৯
সিকুইনের প্যাস্টেল শেডের লেহেঙ্গায় আবেদন ছড়াচ্ছেন মিমি
সিকুইনের প্যাস্টেল শেডের লেহেঙ্গায় আবেদন ছড়াচ্ছেন মিমি
৫/৯
স্লিভলেস ডিপনেক টপ আর ম্যাচিং কারুকাজের লো রাইজ স্কার্টের অংশ আছে এতে
স্লিভলেস ডিপনেক টপ আর ম্যাচিং কারুকাজের লো রাইজ স্কার্টের অংশ আছে এতে
৬/৯
টেনে বাঁধা চুলে ছোট স্টাইলিশ টিকলি আর ম্যাচিং দুল ও নেকপিস পরেছেন এই অভিনেত্রী এখানে
টেনে বাঁধা চুলে ছোট স্টাইলিশ টিকলি আর ম্যাচিং দুল ও নেকপিস পরেছেন এই অভিনেত্রী এখানে
৭/৯
মেরুন লেহেঙ্গার লুকটি সত্যিই আকর্ষণে ভরপুর। সুইটহার্ট নেকলাইনের ভেলভেট টপে সোনালি কাজ। স্কার্টটিও একই ফেব্রিকের।
মেরুন লেহেঙ্গার লুকটি সত্যিই আকর্ষণে ভরপুর। সুইটহার্ট নেকলাইনের ভেলভেট টপে সোনালি কাজ। স্কার্টটিও একই ফেব্রিকের।
৮/৯
কেপ ডিজাইনের স্লিভ এক্সটেনশেনটি মেরুন। এতে আছে সোনালি হাজার বুটি।
কেপ ডিজাইনের স্লিভ এক্সটেনশেনটি মেরুন। এতে আছে সোনালি হাজার বুটি।
৯/৯
ব্যাকলেস ডিজাইনটি নজরকাড়া। এতে আছে জমকালো ট্যাসেলের ব্যবহার। সোনার গয়না পরেছেন মিমি সঙ্গে। আর চুলে লালা গোলাপের সারির সঙ্গে আছে মেরুন ওড়না
ব্যাকলেস ডিজাইনটি নজরকাড়া। এতে আছে জমকালো ট্যাসেলের ব্যবহার। সোনার গয়না পরেছেন মিমি সঙ্গে। আর চুলে লালা গোলাপের সারির সঙ্গে আছে মেরুন ওড়না

ছবি: মিমি চক্রবর্তীর ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৩: ৫৯
বিজ্ঞাপন