দুষ্টু কোকিল মিমি চক্রবর্তী এখন শুধু কলকাতা নয়, বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছেও এক চেনা ও প্রিয় মুখ। তুফান সিনেমার মাধ্যমে নিজেকে দুই বাংলায় এক অনন্য অবস্থানে নিয়ে গেছেন তিনি। আর সেই সঙ্গে দিন সিন যেন তাঁর সৌন্দর্য বেড়েই চলেছে। ফিটনেসের ধার বেড়েছে, সেই সঙ্গে ভরপুর আবেদনের পারদও উঠে যাচ্ছে। মিমিকে পশ্চিমা পোশাকে দারুণ মানিয়ে যায়। তবে এথনিক লুকে শাড়ি বা লেহেঙ্গার সাজে যেন এমটু বেশিই আবেদনময়ী তিনি। সম্প্রতি মিমিকে এমনই দুই লুকে দেখা গেছে।
ছবি: মিমি চক্রবর্তীর ইন্সটাগ্রাম