শারদীয় সাজে আলো-আঁধারে তানজিন তিশার মায়াময় লুক
শেয়ার করুন
ফলো করুন

অভিনেত্রী তানজিন তিশাকে সবকিছুতেই মানিয়ে যায় অনায়াসে। পশ্চিমা পোশাক হোক বা এথনিক আউটফিট, সব কিছুই ক্যারি করেন তিনি অনায়াসে। তবে শাড়িতে যেন এই সুন্দরী অভিনেত্রীকে আরো বেশি সুন্দর লাগে। দেশের সুপরিচিত ডিজাইনার সাফিয়া সাথীর সাদা শাড়ি ও একই রঙের স্টেটমেন্ট ব্লাউজের সঙ্গে লাল অনুষঙ্গ ও সাজে বেশ কিছু চোখ জুড়ানো ছবি শেয়ার করেছেন তানজিন তিশা সম্প্রতি। আর এই সাদালালের সমন্বয়ে এসেছে পুরাপুরি শারদীয় আমেজ। আর সোনায় সোহাগা হিসেবে দিনের আলোর পাশাপাশি সন্ধ্যা নামার পরে হারিকেনের আলোয় মায়াময় রূপে দেখা যাচ্ছে তাঁকে।

১/৮
দেশের সুপরিচিত ডিজাইনার সাফিয়া সাথীর সাদা শিয়ার ফেব্রিকের শাড়ি্তে মোহনীয় তানজিন তিশা
দেশের সুপরিচিত ডিজাইনার সাফিয়া সাথীর সাদা শিয়ার ফেব্রিকের শাড়ি্তে মোহনীয় তানজিন তিশা
বিজ্ঞাপন
২/৮
পুরো শাড়িতে হালকা সোনালি কাজ করা আর রয়েছে সরু জরীর বর্ডার
পুরো শাড়িতে হালকা সোনালি কাজ করা আর রয়েছে সরু জরীর বর্ডার
বিজ্ঞাপন
৩/৮
নজর কাড়ছে স্টেটমেন্ট ব্লাউজের সামনের কারুকাজ। রাতে হারিকেনের হলদে আলোয় অপরূপা লাগছেন এই অভিনেত্রী
নজর কাড়ছে স্টেটমেন্ট ব্লাউজের সামনের কারুকাজ। রাতে হারিকেনের হলদে আলোয় অপরূপা লাগছেন এই অভিনেত্রী
৪/৮
চুলে সরু চেন দিয়ে পরিপাটি হেয়ারস্টাইল করেছেন তিনি। রয়েছে গোঁজা লাল গোলাপ। হাতেও দেখা যাচ্ছে একই ফুল
চুলে সরু চেন দিয়ে পরিপাটি হেয়ারস্টাইল করেছেন তিনি। রয়েছে গোঁজা লাল গোলাপ। হাতেও দেখা যাচ্ছে একই ফুল
৫/৮
লাল চুড়ির সঙ্গে সাদা ফুলের গাজরা রয়েছে হাতে। পায়ে হালকা অ্যাংকলেটের সঙ্গে আলতার সাজ নজর কাড়ছে
লাল চুড়ির সঙ্গে সাদা ফুলের গাজরা রয়েছে হাতে। পায়ে হালকা অ্যাংকলেটের সঙ্গে আলতার সাজ নজর কাড়ছে
৬/৮
কানে টানা দেওয়া ট্র্যাডিশনাল ঝুমকা পরেছেন এই অভিনেত্রী। গলা খালি রেখেছেন।
কানে টানা দেওয়া ট্র্যাডিশনাল ঝুমকা পরেছেন এই অভিনেত্রী। গলা খালি রেখেছেন।
৭/৮
টেনে বাঁধা চুলে এসেছে পরিপাটি লুক
টেনে বাঁধা চুলে এসেছে পরিপাটি লুক
৮/৮
আঁধারে হারিকেনের আলোয় হালকা শিমার দেওয়া সফট গ্ল্যাম মেকওভারে মায়াময় লাগছে তানজিন তিশাকে। সেজেছেন নিজেই।
আঁধারে হারিকেনের আলোয় হালকা শিমার দেওয়া সফট গ্ল্যাম মেকওভারে মায়াময় লাগছে তানজিন তিশাকে। সেজেছেন নিজেই।

পোশাক: সাফিয়া সাথী

ফটোগ্রাফি: হৃদয় আহমেদ

ছবি: তানজিন তিশার ইন্সটাগ্রাম

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৪: ৪৬
বিজ্ঞাপন