অভিনেত্রী তানজিন তিশাকে সবকিছুতেই মানিয়ে যায় অনায়াসে। পশ্চিমা পোশাক হোক বা এথনিক আউটফিট, সব কিছুই ক্যারি করেন তিনি অনায়াসে। তবে শাড়িতে যেন এই সুন্দরী অভিনেত্রীকে আরো বেশি সুন্দর লাগে। দেশের সুপরিচিত ডিজাইনার সাফিয়া সাথীর সাদা শাড়ি ও একই রঙের স্টেটমেন্ট ব্লাউজের সঙ্গে লাল অনুষঙ্গ ও সাজে বেশ কিছু চোখ জুড়ানো ছবি শেয়ার করেছেন তানজিন তিশা সম্প্রতি। আর এই সাদালালের সমন্বয়ে এসেছে পুরাপুরি শারদীয় আমেজ। আর সোনায় সোহাগা হিসেবে দিনের আলোর পাশাপাশি সন্ধ্যা নামার পরে হারিকেনের আলোয় মায়াময় রূপে দেখা যাচ্ছে তাঁকে।
পোশাক: সাফিয়া সাথী
ফটোগ্রাফি: হৃদয় আহমেদ
ছবি: তানজিন তিশার ইন্সটাগ্রাম