ওয়েবসিরিজ, টেলিভিশন ধারাবাহিক আর ওটিটি ফিল্মের বদৌলতে কলকাতার মেয়ে ঊষসী রায় এখন এক পরিচিত মুখ। চিরাচরিত বাঙালি মেয়ের মিষ্টি মুখশ্রী, অপূর্ব সুন্দর শ্যামবর্ণ আর সেই সঙ্গে বৈচিত্র্যময় ফ্যাশন সেন্সের জন্য সহজেই কাড়েন এই অভিনেত্রী। সম্প্রতি গভীর জলের মাছ ওয়েবসিরিজের সিকুয়েল আসছে তাঁর।
ইন্সটাগ্রামে এই অভিনেত্রী প্রায়ই নানা আকর্ষণীয় লুকে নিজের ছবি শেয়ার করেন। শাড়ি থেকে শুরু করে সাঁতারপোশাকে সমান সুন্দরী ঊষসী। সাম্প্রতিক সময়ে তিনি জলে আর ডাঙায় দুই ভিন্ন লুকে নিজের ছবি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।
পানির নিচে ক্যামেরায় তোলা অপূর্ব সুন্দর ছবিগুলোতে এই অভিনেত্রীকে লাগছে অত্যন্ত আকর্ষণীয়। সুইমিং পুলের একেবারে গভীরে গিয়ে সাবলীল ভঙ্গিমায় ডুবসাঁতাররত ঊষসীর পরনে রয়েছে আকাশী নীল ওয়ান শোল্ডার স্লিপড্রেস।
জর্জেটের ফ্লোউই ড্রেসটি পরে সাঁতার কাটতে কোনো বেগ পেতে হয় নি তাঁর। নিজেকে জলপরী আখ্যা দিয়ে ঊষসী লিখেছেন, 'জল আর ঢেউ স্বত্ত্বায় মিশে যাক'। নতুন ওয়েবসিরিজের আমেজেই তিনি এমন গভীর জলে ডুব দিলেন নাকি কে জানে!
এবারে অনেকটা কনে দেখা নরম আলোয় জলের ধারে বসে থাকতে দেখা যাচ্ছে ঊষসীকে। কালো স্লিপড্রেসে মায়াবী লুকে তিনি নজর কাড়ছেন খুব। কালো স্মকিং করা রয়েছে টপের অংশে।
খোলা চুলে আকর্ষণ ছড়াচ্ছেন এই আবেদনময়ী অভিনেত্রী। কানে ছোট হুপ দুল চোখে পড়লেও আর কোনো গয়না পরেন নি তিনি। মেকআপের বালাই নেই। ন্যাচারাল লুকেই মন কাড়ছেন এখানে ঊষসী।
ছবি: ঊষসীর ইন্সটাগ্রাম