বলিউডের বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান সম্প্রতি ডেব্যু করলেন চিত্রপরিচালক হিসেবে। তাঁর প্রথম টিজার লঞ্চের অনুষ্ঠানে সবার দৃষ্টি কাড়লেন বোন সুহানা খান। ইতালির বিলাসবহুল ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাব্বানার পোশাকে সুহানার উপস্থিতি যেন গ্ল্যামারকে নতুন মাত্রা দিয়েছে। শাহরুখকন্যার নতুন লুকের আদ্যোপান্ত জেনে আসি চলুন—