ডলচে অ্যান্ড গাব্বানার পোশাকে গ্ল্যামারে নতুন মাত্রা আনলেন শাহরুখকন্যা
শেয়ার করুন
ফলো করুন

বলিউডের বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান সম্প্রতি ডেব্যু করলেন চিত্রপরিচালক হিসেবে। তাঁর প্রথম টিজার লঞ্চের অনুষ্ঠানে সবার দৃষ্টি কাড়লেন বোন সুহানা খান। ইতালির বিলাসবহুল ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাব্বানার পোশাকে সুহানার উপস্থিতি যেন গ্ল্যামারকে নতুন মাত্রা দিয়েছে। শাহরুখকন্যার নতুন লুকের আদ্যোপান্ত জেনে আসি চলুন—

১/৫
ভাই আরিয়ান খানের শোর ট্রেলার লঞ্চে সুহানার লুক হয়ে উঠেছিল আলোচনার কেন্দ্রবিন্দু। ইতালির বিলাসবহুল ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাব্বানার পোশাকে এদিন সবার নজর কাড়েন তিনি।
ভাই আরিয়ান খানের শোর ট্রেলার লঞ্চে সুহানার লুক হয়ে উঠেছিল আলোচনার কেন্দ্রবিন্দু। ইতালির বিলাসবহুল ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাব্বানার পোশাকে এদিন সবার নজর কাড়েন তিনি।
বিজ্ঞাপন
২/৫
ব্র্যান্ডটির স্প্রিং ২০২৫ কালেকশনের ফ্লোরাল করসেট টপ পরেছেন সুহানা। টপের হল্টারনেক স্টাইল লুকে আবেদন বাড়িয়েছে বেশ।
ব্র্যান্ডটির স্প্রিং ২০২৫ কালেকশনের ফ্লোরাল করসেট টপ পরেছেন সুহানা। টপের হল্টারনেক স্টাইল লুকে আবেদন বাড়িয়েছে বেশ।
বিজ্ঞাপন
৩/৫
জুটি হয়েছে কালো হাই-ওয়েস্টেড পেনসিল স্কার্ট। লুকের ভারসাম্য আনতে এর মতো মিনিমালিস্টিক পছন্দ নিঃসন্দেহে প্রশংসনীয়।
জুটি হয়েছে কালো হাই-ওয়েস্টেড পেনসিল স্কার্ট। লুকের ভারসাম্য আনতে এর মতো মিনিমালিস্টিক পছন্দ নিঃসন্দেহে প্রশংসনীয়।
৪/৫
ফরাসি ফ্যাশন ব্র্যান্ড শ্যানেল সুহানার অন্যতম প্রিয়। আর সেখান থেকেই তিনি বেছে নিয়েছেন সোনালি চেইন স্ট্র্যাপসহ কালো ব্যাগ। ব্যাগটি যেন তাঁর লুকে দিয়েছে নিখুঁত ক্ল্যাসিক আবেদন।
ফরাসি ফ্যাশন ব্র্যান্ড শ্যানেল সুহানার অন্যতম প্রিয়। আর সেখান থেকেই তিনি বেছে নিয়েছেন সোনালি চেইন স্ট্র্যাপসহ কালো ব্যাগ। ব্যাগটি যেন তাঁর লুকে দিয়েছে নিখুঁত ক্ল্যাসিক আবেদন।
৫/৫
জুয়েলারিতে ধরা পড়েছে মিনিমাল আভিজাত্য। এক হাতে সোনালি ব্রেসলেট ঘড়ি, অন্যটিতে স্টেটমেন্ট রিং পরেছেন। কানে শোভা বাড়িয়েছে গোল্ড হুপ ইয়াররিংস। 
ন্যাচারাল টোনের মেকআপ লুকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই জেন-জি তারকা। চোখে উইংড আইলাইনার আর ঠোঁটে ন্যুড রোজ লিপশেডেই সাজ হয়েছে পরিপূর্ণ।
জুয়েলারিতে ধরা পড়েছে মিনিমাল আভিজাত্য। এক হাতে সোনালি ব্রেসলেট ঘড়ি, অন্যটিতে স্টেটমেন্ট রিং পরেছেন। কানে শোভা বাড়িয়েছে গোল্ড হুপ ইয়াররিংস। ন্যাচারাল টোনের মেকআপ লুকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই জেন-জি তারকা। চোখে উইংড আইলাইনার আর ঠোঁটে ন্যুড রোজ লিপশেডেই সাজ হয়েছে পরিপূর্ণ।
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৫: ২৩
বিজ্ঞাপন