সবুজ পোশাকের গ্ল্যামারাস লুকে শ্রীমা
শেয়ার করুন
ফলো করুন

পশ্চিমবঙ্গের বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় মুখ শ্রীমা ভট্টাচার্য। ছোট পর্দা দিয়ে অভিনয়জীবনের শুরু হলেও এখন ওয়েব সিরিজ, সিনেমা—সব জায়গাতেই তাঁর পদচারণ। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাকটিভ থাকেন তিনি। সেখান থেকেই জানা যায় তাঁর জীবনের আপডেট। অভিনেত্রী প্রায়ই সুন্দর সব স্টাইলিশ ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। ফ্যাশনের বিষয়েও পিছিয়ে নেই এই বঙ্গতনয়া। তাঁর সাম্প্রতিক লুকের ছবিগুলো দেখে আসি চলুন—

১/৪
গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন সুন্দরী অভিনেত্রী শ্রীমা।
গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন সুন্দরী অভিনেত্রী শ্রীমা।
বিজ্ঞাপন
২/৪
সোনালি এমবেলিশমেন্টে সাজানো গাঢ় সবুজ ভেলভেট করসেট টপ পরেছেন তিনি। এর সঙ্গে হালকা সবুজ শিমার স্কার্ট পুরো লুকটিকে দিয়েছে রাজকীয় আভা।
সোনালি এমবেলিশমেন্টে সাজানো গাঢ় সবুজ ভেলভেট করসেট টপ পরেছেন তিনি। এর সঙ্গে হালকা সবুজ শিমার স্কার্ট পুরো লুকটিকে দিয়েছে রাজকীয় আভা।
বিজ্ঞাপন
৩/৪
এই স্ট্র্যাপলেস টপের সঙ্গে গলায় শোভা বাড়িয়েছে আকর্ষণীয় স্টেটমেন্ট নেকপিস। পান্না সবুজ আর সাদা পাথরে লেয়ার্ড নেকপিসটি ছাড়াও হাতে আংটি পরেছেন অভিনেত্রী।
এই স্ট্র্যাপলেস টপের সঙ্গে গলায় শোভা বাড়িয়েছে আকর্ষণীয় স্টেটমেন্ট নেকপিস। পান্না সবুজ আর সাদা পাথরে লেয়ার্ড নেকপিসটি ছাড়াও হাতে আংটি পরেছেন অভিনেত্রী।
৪/৪
সফট মেকআপ লুকে সেজেছেন তিনি। ন্যুড পিচ-পিংক শেডের লিপস্টিক আর মানানসই ব্লাশের ছোঁয়া দিয়েছে মুখে কোমল আভা। হালকা হাইলাইটারের ঝলক তাঁর সবুজ পোশাক ও গয়নার সঙ্গে তৈরি করেছে দারুণ কনট্রাস্ট। ওয়েভি হেয়ারস্টাইল লুকে এনেছে পূর্ণতা।
সফট মেকআপ লুকে সেজেছেন তিনি। ন্যুড পিচ-পিংক শেডের লিপস্টিক আর মানানসই ব্লাশের ছোঁয়া দিয়েছে মুখে কোমল আভা। হালকা হাইলাইটারের ঝলক তাঁর সবুজ পোশাক ও গয়নার সঙ্গে তৈরি করেছে দারুণ কনট্রাস্ট। ওয়েভি হেয়ারস্টাইল লুকে এনেছে পূর্ণতা।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০২: ০০
বিজ্ঞাপন