জন্মদিনে দেখে নিন এই দেশি ডিভার সেরা কিছু লুক
শেয়ার করুন
ফলো করুন

বাংলাদেশী তারকা অভিনেত্রী নুসরাত ফারিয়ার লুক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ থাকে না। ফ্যাশন আর স্টাইলের প্রকাশে তিনি অনন্য। আজ জন্মদিনে দেখে নিন অভিনেত্রীর আলোচিত সেরা কিছু নজরকাড়া লুক

১/১২
হলুদ রঙের হল্টারনেক টপ পরেছেন অভিনেত্রী। বিশেষ আকর্ষণ কাড়ছে তাঁর হেয়ারস্টাইল। একদম ভিন্ন আমেজে ধরা দিয়েছেন তিনি কোঁকড়া চুলের লুকে
হলুদ রঙের হল্টারনেক টপ পরেছেন অভিনেত্রী। বিশেষ আকর্ষণ কাড়ছে তাঁর হেয়ারস্টাইল। একদম ভিন্ন আমেজে ধরা দিয়েছেন তিনি কোঁকড়া চুলের লুকে
বিজ্ঞাপন
২/১২
উজ্জ্বল বেগুনির জামরঙা শেডের স্কার্ট পরেছেন নুসরাত ফারিয়া। সঙ্গে রয়েছে বেশ বোল্ড কাটের সিকুইনের মেটালিক শেডের টপ। ওপরে বেগুনি শিয়ার ফেব্রিকের জ্যাকেটে লেয়ারিং করেছেন। খোলা চুলে নুসরাত সবসময়ই  আবেদনময়ী।
উজ্জ্বল বেগুনির জামরঙা শেডের স্কার্ট পরেছেন নুসরাত ফারিয়া। সঙ্গে রয়েছে বেশ বোল্ড কাটের সিকুইনের মেটালিক শেডের টপ। ওপরে বেগুনি শিয়ার ফেব্রিকের জ্যাকেটে লেয়ারিং করেছেন। খোলা চুলে নুসরাত সবসময়ই  আবেদনময়ী।
বিজ্ঞাপন
৩/১২
আকর্ষণীয় সাদা লাউঞ্জওয়্যারে নুসরাত ফারিয়া উত্তাপ ছড়ালেন
আকর্ষণীয় সাদা লাউঞ্জওয়্যারে নুসরাত ফারিয়া উত্তাপ ছড়ালেন
৪/১২
অভিনেত্রী পরেছেন দেশীয় বিলাসবহুল ক্লদিং ব্র্যান্ড মেহের-এর নজরকাড়া কালো গাউন। শুধু পোশাকের কথা বললেই হবে না। নুসরাত মানে সাজেও থাকবে গ্ল্যাম ছোঁয়া।
অভিনেত্রী পরেছেন দেশীয় বিলাসবহুল ক্লদিং ব্র্যান্ড মেহের-এর নজরকাড়া কালো গাউন। শুধু পোশাকের কথা বললেই হবে না। নুসরাত মানে সাজেও থাকবে গ্ল্যাম ছোঁয়া।
৫/১২
লাল শাড়ি আর গয়নার সাবেকি আমেজে ফ্রেমে এসেছেন তিনি
লাল শাড়ি আর গয়নার সাবেকি আমেজে ফ্রেমে এসেছেন তিনি
৬/১২
মেজেন্টা গোলাপি ফ্রক স্টাইলের জামার সঙ্গে ম্যাচিং হ্যাটে অনবদ্য লাগছে অভিনেত্রীকে। এর সঙ্গে মিনিমাল মেকআপে বার্বিকোর আভা যোগ করেছে ঠোঁটে দেওয়া হালকা গোলাপি শেডের লিপগ্লস।
মেজেন্টা গোলাপি ফ্রক স্টাইলের জামার সঙ্গে ম্যাচিং হ্যাটে অনবদ্য লাগছে অভিনেত্রীকে। এর সঙ্গে মিনিমাল মেকআপে বার্বিকোর আভা যোগ করেছে ঠোঁটে দেওয়া হালকা গোলাপি শেডের লিপগ্লস।
৭/১২
পাওয়ার ড্রেসিংয়ের এক অন্য রকম রূপ, বস লেডি লুকে নুসরাত ফারিয়াকে দেখতে লাগছে প্রচণ্ড আত্মবিশ্বাসী। আর কালো রঙের সাহসী টু পিস স্যুটে আবেদন বেড়েছে অনেক গুণ।
পাওয়ার ড্রেসিংয়ের এক অন্য রকম রূপ, বস লেডি লুকে নুসরাত ফারিয়াকে দেখতে লাগছে প্রচণ্ড আত্মবিশ্বাসী। আর কালো রঙের সাহসী টু পিস স্যুটে আবেদন বেড়েছে অনেক গুণ।
৮/১২
লাল শাড়ির গর্জিয়াস লুকে ধরা দিলেন তিনি
লাল শাড়ির গর্জিয়াস লুকে ধরা দিলেন তিনি
৯/১২
এখানে নুসরাত ফারিয়া পরেছেন বেবি পিঙ্ক শাড়ি-প্রাণিত পোশাক। খোলা চুল, বড় করে আঁকা আবেদনময় গোলাপি ঠোঁট, বুক, গলাসহ সব জায়গায় শিমার ইফেক্ট দেওয়া সফট গ্ল্যান মেকআপ জাহিদ খান ব্রাইডাল মেকওভারের করা।
এখানে নুসরাত ফারিয়া পরেছেন বেবি পিঙ্ক শাড়ি-প্রাণিত পোশাক। খোলা চুল, বড় করে আঁকা আবেদনময় গোলাপি ঠোঁট, বুক, গলাসহ সব জায়গায় শিমার ইফেক্ট দেওয়া সফট গ্ল্যান মেকআপ জাহিদ খান ব্রাইডাল মেকওভারের করা।
১০/১২
ফিউশন-হিপহপ স্টাইলের লুকে অত্যন্ত আবেদনময়ী লাগছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।।
ফিউশন-হিপহপ স্টাইলের লুকে অত্যন্ত আবেদনময়ী লাগছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।।
১১/১২
নুসরাত পরেছেন হল্টার নেকের আইভরি ড্রেস। দেখে ষাটের দশকের মেরিলিন মনরোর সেই বিখ্যাত হল্টার ড্রেসের কথা মনে পড়ছে। এর সঙ্গে মেকআপে রেখেছেন গোলাপি আভা
নুসরাত পরেছেন হল্টার নেকের আইভরি ড্রেস। দেখে ষাটের দশকের মেরিলিন মনরোর সেই বিখ্যাত হল্টার ড্রেসের কথা মনে পড়ছে। এর সঙ্গে মেকআপে রেখেছেন গোলাপি আভা
১২/১২
গোলাপি র‍্যাপ ড্রেসের সঙ্গে গোলাপি ন্যুড মেকআপ তৈরি তাঁর লুকে তৈরি করেছে আলাদা আবেদন
গোলাপি র‍্যাপ ড্রেসের সঙ্গে গোলাপি ন্যুড মেকআপ তৈরি তাঁর লুকে তৈরি করেছে আলাদা আবেদন
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮: ২৬
বিজ্ঞাপন