গ্ল্যামারাস গাউনে তিশার ঝলক
শেয়ার করুন
ফলো করুন

সুন্দরী অভিনেত্রী তানজিন তিশাকে মানিয়ে যায় যেকোনো পোশাকে। চিরচেনা শাড়ি থেকে শুরু করে গাউন, সবেতেই তিনি আকর্ষণীয়। নিজের স্টাইল সেন্স আর ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতির জন্য সোশ্যাল মিডিয়ায় তাঁর আলাদা পরিচিতি আছে। কনফিডেন্স আর গ্ল্যামারের সমন্বয়ে তাঁর প্রতিটি লুক হয়ে উঠে আলোচনার কেন্দ্রবিন্দু। তেমনই একটি ওয়েস্টার্ন লুকের আদ্যোপান্ত জানাব আজ। ল্যাভেন্ডার রঙের গাউনে তিনি ফ্রেমে ধরা দিয়েছেন।

১/৭
অবকাশযাপনে তিশার পছন্দের গন্তব্য নিউইয়র্ক সিটি। সেখানেই ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী।
অবকাশযাপনে তিশার পছন্দের গন্তব্য নিউইয়র্ক সিটি। সেখানেই ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী।
বিজ্ঞাপন
২/৭
ট্রেন্ডি ল্যাভেন্ডার রঙের বডিকন গাউনে যেন দ্যুতি ছড়াচ্ছেন তিনি।
ট্রেন্ডি ল্যাভেন্ডার রঙের বডিকন গাউনে যেন দ্যুতি ছড়াচ্ছেন তিনি।
বিজ্ঞাপন
৩/৭
 অফ শোল্ডার আর ফুলস্লিভ এই গাউনের অন্যতম আকর্ষণ কোমরের কাছের গ্যাদার্ড প্যাটার্ন।
অফ শোল্ডার আর ফুলস্লিভ এই গাউনের অন্যতম আকর্ষণ কোমরের কাছের গ্যাদার্ড প্যাটার্ন।
৪/৭
মনোক্রম এই আউটফিট তিশার স্টাইল স্টেটমেন্টে যোগ করেছে অনন্য মাত্রা। সাদা-কালো ডাবল স্ট্র্যাপ স্যান্ডেল মানিয়েছে খুব গাউনের সঙ্গে।
মনোক্রম এই আউটফিট তিশার স্টাইল স্টেটমেন্টে যোগ করেছে অনন্য মাত্রা। সাদা-কালো ডাবল স্ট্র্যাপ স্যান্ডেল মানিয়েছে খুব গাউনের সঙ্গে।
৫/৭
অ্যাকসেসরিজ ও স্টাইলিংয়ের বিষয়ে তিশা যেন একধাপ এগিয়ে। এখানে চোখে পরতে বেছে নিয়েছেন ইতালির লাক্সারি ব্র্যান্ড ভারসাচির মেটালিক সানগ্লাস।
অ্যাকসেসরিজ ও স্টাইলিংয়ের বিষয়ে তিশা যেন একধাপ এগিয়ে। এখানে চোখে পরতে বেছে নিয়েছেন ইতালির লাক্সারি ব্র্যান্ড ভারসাচির মেটালিক সানগ্লাস।
৬/৭
 হালকা মেকআপ, খোলা চুল আর মিনিমাল জুয়েলারির সমন্বয় তাঁর পুরো লুককে দিয়েছে ন্যাচারাল অথচ গ্ল্যামারাস টাচ।
হালকা মেকআপ, খোলা চুল আর মিনিমাল জুয়েলারির সমন্বয় তাঁর পুরো লুককে দিয়েছে ন্যাচারাল অথচ গ্ল্যামারাস টাচ।
৭/৭
সব মিলিয়ে তিশার এই লুক ফ্যাশন ও আত্মবিশ্বাসের এক সুন্দর মেলবন্ধন।
সব মিলিয়ে তিশার এই লুক ফ্যাশন ও আত্মবিশ্বাসের এক সুন্দর মেলবন্ধন।
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০২: ০০
বিজ্ঞাপন