সুন্দরী অভিনেত্রী তানজিন তিশাকে মানিয়ে যায় যেকোনো পোশাকে। চিরচেনা শাড়ি থেকে শুরু করে গাউন, সবেতেই তিনি আকর্ষণীয়। নিজের স্টাইল সেন্স আর ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতির জন্য সোশ্যাল মিডিয়ায় তাঁর আলাদা পরিচিতি আছে। কনফিডেন্স আর গ্ল্যামারের সমন্বয়ে তাঁর প্রতিটি লুক হয়ে উঠে আলোচনার কেন্দ্রবিন্দু। তেমনই একটি ওয়েস্টার্ন লুকের আদ্যোপান্ত জানাব আজ। ল্যাভেন্ডার রঙের গাউনে তিনি ফ্রেমে ধরা দিয়েছেন।