শাহরুখ-আরিয়ান যেন একে অপরের প্রতিচ্ছবি, ম্যাচিং লুক দেখে উচ্ছাসে ভাসছেন ভক্তরা
শেয়ার করুন
ফলো করুন

বলিউডে এখন চলছে এক ঝাঁক স্টারকিডের পদচারণা। সবাই অভিনয়েই আছেন মূলত। এর মাঝে বাবার পথে না হেঁটে বলিউড বাদশাহ শাহরুখের ছেলে আরিয়ান খান ডেব্যু করলেন চিত্রপরিচালক হিসেবে। নতুন সিনেমার টিজার মুক্তির অনুষ্ঠানে বাবা ছেলে যেন একে অপরের প্রতিচ্ছবি হয়ে মুগ্ধ করলেন সবাইকে। তাঁদের অল ব্ল্যাক ম্যাচিং লুক দেখে উচ্ছাসে ভাসছেন ভক্তরা। কথার ভঙ্গী আর গলার স্বরেও যেন ভুতুড়ে মিল। চলুন এ রাতের কিছু ঝলক দেখে নিই ছবি আর ভিডিওতে।

১/৮
বাবার মতোই হৃদয় জেতা লুকে সামনে এসেছেন আরিয়ান খান
বাবার মতোই হৃদয় জেতা লুকে সামনে এসেছেন আরিয়ান খান
বিজ্ঞাপন
২/৮
শাহরুখের সিগনেচার অল ব্ল্যাক লুক ছেলে আরিয়ানকেও দারুণ মানিয়েছে
শাহরুখের সিগনেচার অল ব্ল্যাক লুক ছেলে আরিয়ানকেও দারুণ মানিয়েছে
বিজ্ঞাপন
৩/৮
শার্টের খোলা বুকে বেশ আকর্ষণীয় লাগছেন তিনি
শার্টের খোলা বুকে বেশ আকর্ষণীয় লাগছেন তিনি
৪/৮
চুলের ব্যাকব্রাশ স্টাইলে মেসি আমেজ। এখানেও বাবা শাহরুখের স্টাইলের আমেজ
চুলের ব্যাকব্রাশ স্টাইলে মেসি আমেজ। এখানেও বাবা শাহরুখের স্টাইলের আমেজ
৫/৮
ভাঙা হাত নিয়েও ম্যাচিং অল ব্লায়ক স্যুটেড লুকে এসেছেন শাহরুখ খান ছেলের সিনেমার তিজার রিলিজে
ভাঙা হাত নিয়েও ম্যাচিং অল ব্লায়ক স্যুটেড লুকে এসেছেন শাহরুখ খান ছেলের সিনেমার তিজার রিলিজে
৬/৮
মা গৌরি খান আর বাবা শারুখের সঙ্গে আরিয়ান খান। সবাই এসেছেন অল ব্ল্যাক লুকে
মা গৌরি খান আর বাবা শারুখের সঙ্গে আরিয়ান খান। সবাই এসেছেন অল ব্ল্যাক লুকে
৭/৮
কালো স্যুটের লুকে শাহরুখ খানকেও লাগছে অনবদ্য
কালো স্যুটের লুকে শাহরুখ খানকেও লাগছে অনবদ্য
৮/৮
এমন সব মজার মুহূর্তে বাবা ছেলের ম্যাচিং লুকে দেখে ভক্তরা রীতিমতো উচ্ছসিত
এমন সব মজার মুহূর্তে বাবা ছেলের ম্যাচিং লুকে দেখে ভক্তরা রীতিমতো উচ্ছসিত

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৮: ২০
বিজ্ঞাপন