বলিউডে এখন চলছে এক ঝাঁক স্টারকিডের পদচারণা। সবাই অভিনয়েই আছেন মূলত। এর মাঝে বাবার পথে না হেঁটে বলিউড বাদশাহ শাহরুখের ছেলে আরিয়ান খান ডেব্যু করলেন চিত্রপরিচালক হিসেবে। নতুন সিনেমার টিজার মুক্তির অনুষ্ঠানে বাবা ছেলে যেন একে অপরের প্রতিচ্ছবি হয়ে মুগ্ধ করলেন সবাইকে। তাঁদের অল ব্ল্যাক ম্যাচিং লুক দেখে উচ্ছাসে ভাসছেন ভক্তরা। কথার ভঙ্গী আর গলার স্বরেও যেন ভুতুড়ে মিল। চলুন এ রাতের কিছু ঝলক দেখে নিই ছবি আর ভিডিওতে।
ছবি: ইন্সটাগ্রাম