আসছে নতুন 'এ-রেটেড' সিনেমা, দেখে নিন এই মিষ্টি মেয়ের সাম্প্রতিক সব লুক
শেয়ার করুন
ফলো করুন

এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী আইশা খান। তাঁর অভিনীত নাটকগুলো খুবই দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার তাঁকে দেখা যাবে ভয়াল সিনেমায় অভিনেতা ইরফান সাজ্জাদের বিপরীতে। নতুন গঠিত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের এ বা প্রাপ্তবয়স্কদের রেটিং পাওয়ায় বেশ কৌতুহল জন্মেছে দর্শকদের এই সিনেমাকে ঘিরে। অবশ্য নির্মাতা বিপ্লব হায়দার বলেন, কিছু পারিবারিক প্রতিহিংসামূলক দৃশ্য থাকার কারণেই হয়তো এমন রেটিং দেওয়া হয়েছে। এবারে চলুন এই সিনেমার অভিনেত্রী, মিষ্টি মেয়ে আইশা খানের নতুন কিছু লুক দেখে নিই চলুন ইন্সটাগ্রাম থেকে।

১/৭
রোদেলা ঝলমলে ব্যাকগ্রাউন্ডে আইশা খানের প্যাস্টেল শেডের সালওয়ার কামিজের লুক স্নিগ্ধ লাগছে খুব
রোদেলা ঝলমলে ব্যাকগ্রাউন্ডে আইশা খানের প্যাস্টেল শেডের সালওয়ার কামিজের লুক স্নিগ্ধ লাগছে খুব
বিজ্ঞাপন
২/৭
বাদামি রঙের সুন্দর নেটের শাড়ি আর মিনিমাল মেকআপে আইশা
বাদামি রঙের সুন্দর নেটের শাড়ি আর মিনিমাল মেকআপে আইশা
বিজ্ঞাপন
৩/৭
এমন সাদামাটা সালওয়ারকামিজের লুকে দেখা যাবে আইশাকে ভয়াল সিনেমায়
এমন সাদামাটা সালওয়ারকামিজের লুকে দেখা যাবে আইশাকে ভয়াল সিনেমায়
৪/৭
নায়ক ইরফান সাজ্জাদের সঙ্গে দারুণ মানাচ্ছে আইশাকে। এখানে পরেছেন তিনি প্যাস্টেল পীচরঙা শাড়ি
নায়ক ইরফান সাজ্জাদের সঙ্গে দারুণ মানাচ্ছে আইশাকে। এখানে পরেছেন তিনি প্যাস্টেল পীচরঙা শাড়ি
৫/৭
পাফড স্লিভসের ব্লাউজের সঙ্গে বর্ণীল প্রিন্টের শাড়িতে সুন্দরী আইশা খান
পাফড স্লিভসের ব্লাউজের সঙ্গে বর্ণীল প্রিন্টের শাড়িতে সুন্দরী আইশা খান
৬/৭
বাসন্তী শাড়ির লুকে আইশা
বাসন্তী শাড়ির লুকে আইশা
৭/৭
হালকা সাজেই বেশি সুন্দর আইশা। এখানে টিপ, হালকা লিপকালার আর কাজলে সাজ সেরেছেন তিনি
হালকা সাজেই বেশি সুন্দর আইশা। এখানে টিপ, হালকা লিপকালার আর কাজলে সাজ সেরেছেন তিনি

ছবি: আইশা খানের ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১৭: ১৮
বিজ্ঞাপন