এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী আইশা খান। তাঁর অভিনীত নাটকগুলো খুবই দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার তাঁকে দেখা যাবে ভয়াল সিনেমায় অভিনেতা ইরফান সাজ্জাদের বিপরীতে। নতুন গঠিত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের এ বা প্রাপ্তবয়স্কদের রেটিং পাওয়ায় বেশ কৌতুহল জন্মেছে দর্শকদের এই সিনেমাকে ঘিরে। অবশ্য নির্মাতা বিপ্লব হায়দার বলেন, কিছু পারিবারিক প্রতিহিংসামূলক দৃশ্য থাকার কারণেই হয়তো এমন রেটিং দেওয়া হয়েছে। এবারে চলুন এই সিনেমার অভিনেত্রী, মিষ্টি মেয়ে আইশা খানের নতুন কিছু লুক দেখে নিই চলুন ইন্সটাগ্রাম থেকে।
ছবি: আইশা খানের ইন্সটাগ্রাম