তান্ডব–এ সায়রা আলীর আকর্ষণীয় লুকে জয়া আহসান
শেয়ার করুন
ফলো করুন

তান্ডব সিনেমায় দারুণ এক গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এজন্য প্রশংসাও পাচ্ছেন বেশ। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী বেশ কিছু ছবি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। দেখে মনে হচ্ছে, বয়স যেন বাড়ছেই না তাঁর।

১/৬
‘তাণ্ডব’–এর সায়রা আলীর আকর্ষণীয় লুকে জয়া। এই লুকে পরেছেন মেরুন রঙের স্যুট আর মিনিমাল গোল্ড জুয়েলারি
‘তাণ্ডব’–এর সায়রা আলীর আকর্ষণীয় লুকে জয়া। এই লুকে পরেছেন মেরুন রঙের স্যুট আর মিনিমাল গোল্ড জুয়েলারি
২/৬
স্যাটিনের সিলভার টপে আবেদন ছড়াচ্ছেন জয়া। সঙ্গে গলায় পরেছেন গোল্ডেন লকেট নেকপিস
স্যাটিনের সিলভার টপে আবেদন ছড়াচ্ছেন জয়া। সঙ্গে গলায় পরেছেন গোল্ডেন লকেট নেকপিস
বিজ্ঞাপন
৩/৬
কালো ক্রপ টপের ওপর পরেছেন ঢিলেঢালা নেভি ব্লু শার্ট। জুটি হয়েছে হাইওয়েস্ট ডেনিম প্যান্ট
কালো ক্রপ টপের ওপর পরেছেন ঢিলেঢালা নেভি ব্লু শার্ট। জুটি হয়েছে হাইওয়েস্ট ডেনিম প্যান্ট
৪/৬
ছোট চুলের লুকে জয়ার বয়স যেন এক ধাপ কমে গেছে। হাতে পরা ক্যাসিওর ক্ল্যাসিক স্টাইলের ঘড়িটাও নজর কাড়ছে
ছোট চুলের লুকে জয়ার বয়স যেন এক ধাপ কমে গেছে। হাতে পরা ক্যাসিওর ক্ল্যাসিক স্টাইলের ঘড়িটাও নজর কাড়ছে
বিজ্ঞাপন
৫/৬
দিনকে দিন সৌন্দর্য আর স্টাইলের প্রতীক হয়ে ওঠা জয়া ধরা দিয়েছেন আরেকটি ওয়েস্টার্ন লুকে। কালো টপের ওপর লেয়ার করেছেন ধূসর ওয়েস্ট কোট। বটমেও ম্যাচিং হাইওয়েস্ট প্যান্ট
দিনকে দিন সৌন্দর্য আর স্টাইলের প্রতীক হয়ে ওঠা জয়া ধরা দিয়েছেন আরেকটি ওয়েস্টার্ন লুকে। কালো টপের ওপর লেয়ার করেছেন ধূসর ওয়েস্ট কোট। বটমেও ম্যাচিং হাইওয়েস্ট প্যান্ট
৬/৬
ছেড়ে রেখেছেন ছোট চুল। সঙ্গে নিয়েছেন স্লিং ব্যাগ
ছেড়ে রেখেছেন ছোট চুল। সঙ্গে নিয়েছেন স্লিং ব্যাগ
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১০: ০০
বিজ্ঞাপন