
কলকাতার অভিনেত্রী তৃণা সাহা পর্দায় যেমন মুগ্ধ করেন, তেমনি পর্দার বাইরে নানা অনুষ্ঠান ও ফটোশ্যুটে তাঁর বিভিন্ন লুক দেখার মতো। এখন শাড়ির লুকে স্টেটমেন্ট ব্লাউজ অনেকটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। তবে রিভার্স সুইটহার্ট ব্লাউজ আর ব্যাকলেস ডিজাইনে রীতিমতো তাক লাগিয়ে দিলেন তৃণা। একটি পুরস্কারের অনুষ্ঠানে এই রৌদ্রালোকিত রূপে দেখা দিয়েছেন তিনি। অভিজাত আবেদনে তাঁর শাড়ির এই লুক দেখে নিন এবারে।ঙা





ছবি: ইন্সটাগ্রাম