
বাংলাদেশের অভিনেত্রীদের মধ্যে নুসরাত ফারিয়ার আবেদন অন্যরকম। ধারালো ফিগারে তাঁর মানিয়ে যায় সব ধরনের পোশাক। আবেদনময় সাজপোশাকের ঝলকে বছর জুড়ে তাঁর ইন্সটাগ্রাম ছিল ভরপুর। নিজেকেই যেন ছাড়িয়ে যাচ্ছেন তিনি একটি লুক থেকে আরেক লুকে। চলুন দেখে আসি ২০২৫ সালে এই সুন্দরী অভিনেত্রী কোন কোন বোল্ড লুকে ঝড় তুলেছেন।












ছবি: নুসরাত ফারিয়ার ইন্সটাগ্রাম