ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস ২০২৫: লালগালিচায় তারকাদের ঝলক
শেয়ার করুন
ফলো করুন

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হলো ‘ব্লেন্ডারস প্রাইড ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস ২০২৫’। জমকালো এ আয়োজনে উপস্থিত ছিলেন বলিউডের স্টাইলিশ সব তারকা। ঝলমলে গাউন, শাড়ি থেকে শুরু করে পাওয়ার স্যুটের মতো ট্রেন্ডি পোশাকে লালগালিচায় তাঁদের উপস্থিতি এদিন ছিল দেখার মতো। ছবির গল্পে লুকগুলো দেখে আসি চলুন...

অনন্যা পান্ডে

১/১২
জেন–জি তারকা অনন্যা পান্ডে বেছে নিয়েছিলেন শ্যাম্পেন গোল্ড শেডের ঝলমলে একটি গাউন। বডি–হাগিং গাউনে বিশেষ আবেদন কাড়ছে বোল্ড কাটআউট ডিজাইন।
জেন–জি তারকা অনন্যা পান্ডে বেছে নিয়েছিলেন শ্যাম্পেন গোল্ড শেডের ঝলমলে একটি গাউন। বডি–হাগিং গাউনে বিশেষ আবেদন কাড়ছে বোল্ড কাটআউট ডিজাইন।
২/১২
সুইটহার্ট নেকলাইনের এই আউটফিটের সঙ্গে মানানসই ডায়মন্ড চোকার পরেছেন অভিনেত্রী। স্লিক ব্যাক হেয়ারস্টাইল অনন্যাকে দিয়েছে ওয়েট লুক ভাইব।
সুইটহার্ট নেকলাইনের এই আউটফিটের সঙ্গে মানানসই ডায়মন্ড চোকার পরেছেন অভিনেত্রী। স্লিক ব্যাক হেয়ারস্টাইল অনন্যাকে দিয়েছে ওয়েট লুক ভাইব।
বিজ্ঞাপন

নিতাংশি গোয়েল

৩/১২
 বলিউডের কনিষ্ঠতম এই তারকা যেন দিন দিন শুধু উজ্জ্বল হয়ে উঠছেন আপন আলোয়।  লালগালিচায় তাঁর দেখা মিলল স্ট্র্যাপলেস লাল গাউনে; সঙ্গে পরেছেন মিনিমাল জুয়েলারি।
বলিউডের কনিষ্ঠতম এই তারকা যেন দিন দিন শুধু উজ্জ্বল হয়ে উঠছেন আপন আলোয়। লালগালিচায় তাঁর দেখা মিলল স্ট্র্যাপলেস লাল গাউনে; সঙ্গে পরেছেন মিনিমাল জুয়েলারি।
বিজ্ঞাপন

তাপসী পান্নু

৪/১২
অভিনেত্রী তাপসী পান্নু হাজির হয়েছিলেন একেবারে বস লেডি মুডে। কালো মনোক্রম লুকে তিনি পরেছিলেন ওয়েস্টকোট–স্টাইল জ্যাকেটের সঙ্গে কালো ট্রাউজার। এর ওপর জড়ানো ছিল কেপ স্টাইলে ডিজাইন করা ছোট ক্রপড ব্লেজার।
অভিনেত্রী তাপসী পান্নু হাজির হয়েছিলেন একেবারে বস লেডি মুডে। কালো মনোক্রম লুকে তিনি পরেছিলেন ওয়েস্টকোট–স্টাইল জ্যাকেটের সঙ্গে কালো ট্রাউজার। এর ওপর জড়ানো ছিল কেপ স্টাইলে ডিজাইন করা ছোট ক্রপড ব্লেজার।
৫/১২
লুকে পাঙ্ক–রক ভাইব আনার জন্য গলায় লেয়ার করা নানা পেনডেন্ট, সঙ্গে সানগ্লাস। এমনিতেও ন্যাচারাল মিনিমাল মেকআপের লুক, একঢাল কোঁকড়া চুল আর সহজাত হাসির জন্য সবার প্রিয় এই অভিনেত্রী।
লুকে পাঙ্ক–রক ভাইব আনার জন্য গলায় লেয়ার করা নানা পেনডেন্ট, সঙ্গে সানগ্লাস। এমনিতেও ন্যাচারাল মিনিমাল মেকআপের লুক, একঢাল কোঁকড়া চুল আর সহজাত হাসির জন্য সবার প্রিয় এই অভিনেত্রী।

ঈশান খট্টর

৬/১২
 পিনস্ট্রাইপ স্যুটে লালগালিচা মাতালেন অভিনেতা ঈশান। হাতে কালো বেল্টের ঘড়ি আর আংটি পরেছেন। হালকা কোঁকড়া চুলগুলো জেল দিয়ে স্টাইল করা আর এক কানে ডায়মন্ডের দুল। বেশ হ্যান্ডসাম লাগছে এই তরুণ হার্টথ্রবকে।
পিনস্ট্রাইপ স্যুটে লালগালিচা মাতালেন অভিনেতা ঈশান। হাতে কালো বেল্টের ঘড়ি আর আংটি পরেছেন। হালকা কোঁকড়া চুলগুলো জেল দিয়ে স্টাইল করা আর এক কানে ডায়মন্ডের দুল। বেশ হ্যান্ডসাম লাগছে এই তরুণ হার্টথ্রবকে।

কারিনা কাপুর খান

৭/১২
 বেবোর ঝলমলে উপস্থিতি মাত করেছে লালগালিচা। গ্ল্যামারাস লুকে কারিনা বেছে পরেছেন সিকুইন সজ্জিত সিলভার টোন শাড়ি; সঙ্গে মানানসই হাইনেক হল্টার ব্লাউজ, যা পুরো লুককে করেছে আরও আধুনিক ও আকর্ষণীয়।
বেবোর ঝলমলে উপস্থিতি মাত করেছে লালগালিচা। গ্ল্যামারাস লুকে কারিনা বেছে পরেছেন সিকুইন সজ্জিত সিলভার টোন শাড়ি; সঙ্গে মানানসই হাইনেক হল্টার ব্লাউজ, যা পুরো লুককে করেছে আরও আধুনিক ও আকর্ষণীয়।
৮/১২
কানে ডায়মন্ডের স্টেটমেন্ট দুল, হাতে ব্রেসলেট–অ্যাকসেসরিজেও ছিল পরিমিত এলিগ্যান্স। খোলা চুলে সফট ওয়েভস আর গ্লোই মেকআপে তিনি উজ্জ্বল হয়ে উঠলেন একদম বলিউড ডিভার মতোই।
কানে ডায়মন্ডের স্টেটমেন্ট দুল, হাতে ব্রেসলেট–অ্যাকসেসরিজেও ছিল পরিমিত এলিগ্যান্স। খোলা চুলে সফট ওয়েভস আর গ্লোই মেকআপে তিনি উজ্জ্বল হয়ে উঠলেন একদম বলিউড ডিভার মতোই।

সিদ্ধান্ত চতুর্বেদী

৯/১২
অভিনেতা সিদ্ধান্ত প্রমাণ করলেন, ট্যান শেডও হতে পারে ভীষণ কুল। রেট্রো চার্মে ভরপুর তাঁর এই লুকে ছিল ব্রাউন লেদার জ্যাকেট; সঙ্গে আনবাটনড সাটিন গোল্ডেন শার্ট আর হাইওয়েস্ট ট্যান প্যান্ট।
অভিনেতা সিদ্ধান্ত প্রমাণ করলেন, ট্যান শেডও হতে পারে ভীষণ কুল। রেট্রো চার্মে ভরপুর তাঁর এই লুকে ছিল ব্রাউন লেদার জ্যাকেট; সঙ্গে আনবাটনড সাটিন গোল্ডেন শার্ট আর হাইওয়েস্ট ট্যান প্যান্ট।
১০/১২
পুরুষদের পোশাকে যেখানে সাধারণত কালো–সাদা রং প্রাধান্য পায়, সেখানে সিদ্ধান্তের এই লুক নতুন করে ভাবাচ্ছে। এই লুকে আলাদা মাত্রা যোগ করেছে গলায় পরা লকেট চেইন।
পুরুষদের পোশাকে যেখানে সাধারণত কালো–সাদা রং প্রাধান্য পায়, সেখানে সিদ্ধান্তের এই লুক নতুন করে ভাবাচ্ছে। এই লুকে আলাদা মাত্রা যোগ করেছে গলায় পরা লকেট চেইন।

তামান্না ভাটিয়া

১১/১২
ক্রিমসন রেড গাউনে তামান্না ভাটিয়ার এই লুক বেশ পছন্দ হয়েছে ফ্যাশনপ্রেমীদের। এই হল্টারনেক টেক্সচার্ড গাউনে তিনি একেবারে বম্বশেল অবতারে ধরা দিলেন।
ক্রিমসন রেড গাউনে তামান্না ভাটিয়ার এই লুক বেশ পছন্দ হয়েছে ফ্যাশনপ্রেমীদের। এই হল্টারনেক টেক্সচার্ড গাউনে তিনি একেবারে বম্বশেল অবতারে ধরা দিলেন।
১২/১২
তবে পুরো লুকের স্টাইলিং রাখা হয়েছিল বেশ সিম্পল, যাতে গাউনটিই হয়ে ওঠে আসল আকর্ষণ।
তবে পুরো লুকের স্টাইলিং রাখা হয়েছিল বেশ সিম্পল, যাতে গাউনটিই হয়ে ওঠে আসল আকর্ষণ।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৪০
বিজ্ঞাপন