সম্প্রতি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হলো ‘ব্লেন্ডারস প্রাইড ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস ২০২৫’। জমকালো এ আয়োজনে উপস্থিত ছিলেন বলিউডের স্টাইলিশ সব তারকা। ঝলমলে গাউন, শাড়ি থেকে শুরু করে পাওয়ার স্যুটের মতো ট্রেন্ডি পোশাকে লালগালিচায় তাঁদের উপস্থিতি এদিন ছিল দেখার মতো। ছবির গল্পে লুকগুলো দেখে আসি চলুন...
ছবি: ইন্সটাগ্রাম