শোবিজ অঙ্গনের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। নাটক, সিনেমা ও বিজ্ঞাপনচিত্রে কাজ করে তিনি সবার মনে জায়গা করে নিয়েছেন। মিষ্টি চেহারার স্পর্শিয়া অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও অনেক এগিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। মাঝেমধ্যেই শেয়ার করেন নিজের স্টাইলিশ সব ছবি। আউটফিট আর অনুষঙ্গ বাছাইয়ের ক্ষেত্রে সচেতন তিনি। তাঁর ফ্যাশনিস্তা অনুরাগীর সংখ্যাটাও কিন্তু কম নয়। চলুন, ছবির গল্পে ফ্যাশনেবল স্পর্শিয়ার লুকগুলোতে চোখ বুলিয়ে আসি।