স্টাইলিশ সাজপোশাকে নজর কাড়ছেন নাটকের এই মিষ্টি মেয়ে
শেয়ার করুন
ফলো করুন

শোবিজ অঙ্গনের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। নাটক, সিনেমা ও বিজ্ঞাপনচিত্রে কাজ করে তিনি সবার মনে জায়গা করে নিয়েছেন। মিষ্টি চেহারার স্পর্শিয়া অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও অনেক এগিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। মাঝেমধ্যেই শেয়ার করেন নিজের স্টাইলিশ সব ছবি। আউটফিট আর অনুষঙ্গ বাছাইয়ের ক্ষেত্রে সচেতন তিনি। তাঁর ফ্যাশনিস্তা অনুরাগীর সংখ্যাটাও কিন্তু কম নয়। চলুন, ছবির গল্পে ফ্যাশনেবল স্পর্শিয়ার লুকগুলোতে চোখ বুলিয়ে আসি।

১/১৪
সাদা স্লিভলেস টপের সঙ্গে জুটি হয়েছে ডেনিমের সাইড স্লিট স্কার্ট। ওভারসাইজড সানগ্লাস আর লেদারের এঙ্কেল লেন্থ বুট স্টাইলে যোগ করেছে ভিন্ন মাত্রা।
সাদা স্লিভলেস টপের সঙ্গে জুটি হয়েছে ডেনিমের সাইড স্লিট স্কার্ট। ওভারসাইজড সানগ্লাস আর লেদারের এঙ্কেল লেন্থ বুট স্টাইলে যোগ করেছে ভিন্ন মাত্রা।
বিজ্ঞাপন
২/১৪
কালো স্ট্রেপলেস মিনি ড্রেসের সঙ্গে নিয়েছেন কালো স্লিং ব্যাগ আর গোলাপি টুপি। তাঁর পায়ে শোভা বাড়িয়েছে লাল কনভার্স।
কালো স্ট্রেপলেস মিনি ড্রেসের সঙ্গে নিয়েছেন কালো স্লিং ব্যাগ আর গোলাপি টুপি। তাঁর পায়ে শোভা বাড়িয়েছে লাল কনভার্স।
বিজ্ঞাপন
৩/১৪
সিকুইনসজ্জিত পোশাক পরেছেন তিনি এখানে। স্টেটমেন্ট দুল আর গ্ল্যামারাস সাজে অনবদ্য লাগছে।
সিকুইনসজ্জিত পোশাক পরেছেন তিনি এখানে। স্টেটমেন্ট দুল আর গ্ল্যামারাস সাজে অনবদ্য লাগছে।
৪/১৪
মিরর ওয়ার্ক করা সাদা কো অর্ড সেট পরেছেন তিনি এই লুকে। সাজে নজর কাড়ছে রুপার চোকার আর মারাঠি স্টাইলের নথ।
মিরর ওয়ার্ক করা সাদা কো অর্ড সেট পরেছেন তিনি এই লুকে। সাজে নজর কাড়ছে রুপার চোকার আর মারাঠি স্টাইলের নথ।
৫/১৪
শাড়িতে তিনি যেন রবীন্দ্রনাথ ঠাকুরের উপনাস্যের নায়িকা
শাড়িতে তিনি যেন রবীন্দ্রনাথ ঠাকুরের উপনাস্যের নায়িকা
৬/১৪
লাল সাইড স্লিট গাউনে।
লাল সাইড স্লিট গাউনে।
৭/১৪
ফ্লোরাল স্লিভলেস ড্রেসে হাস্যোজ্জ্বল স্পর্শিয়া।
ফ্লোরাল স্লিভলেস ড্রেসে হাস্যোজ্জ্বল স্পর্শিয়া।
৮/১৪
সমুদ্রস্নানে কালো পোশাকে আবেদন ছড়াচ্ছেন অভিনেত্রী।
সমুদ্রস্নানে কালো পোশাকে আবেদন ছড়াচ্ছেন অভিনেত্রী।
৯/১৪
কালো ক্রপ টপের ওপর লেয়ার করে পরেছেন লেদার জ্যাকেট। বটমে নজর কাড়ছে কালো পেপার ব্যাগ প্যান্ট। অভিনেত্রী এর সঙ্গে পরেছেন অক্সিডাইস জুয়েলারি।
কালো ক্রপ টপের ওপর লেয়ার করে পরেছেন লেদার জ্যাকেট। বটমে নজর কাড়ছে কালো পেপার ব্যাগ প্যান্ট। অভিনেত্রী এর সঙ্গে পরেছেন অক্সিডাইস জুয়েলারি।
১০/১৪
ছেড়ে রাখা চুল আর শাড়িতে আলো–আঁধারি স্পর্শিয়া।
ছেড়ে রাখা চুল আর শাড়িতে আলো–আঁধারি স্পর্শিয়া।
১১/১৪
মেরুন রঙের স্টাইলিশ মিডি ড্রেসের সঙ্গে পরেছেন প্ল্যাটফর্ম হিল।
মেরুন রঙের স্টাইলিশ মিডি ড্রেসের সঙ্গে পরেছেন প্ল্যাটফর্ম হিল।
১২/১৪
দেশীয় ফ্যাশন ব্র্যান্ড দেশালের নীল টপসে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী।
দেশীয় ফ্যাশন ব্র্যান্ড দেশালের নীল টপসে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী।
১৩/১৪
স্লিভলেস ম্যাক্সি জামা পরেছেন তিনি। হেয়ারস্টাইলে শোভা বাড়িয়েছে পলাশ ফুলের হেড ব্যান্ড।
স্লিভলেস ম্যাক্সি জামা পরেছেন তিনি। হেয়ারস্টাইলে শোভা বাড়িয়েছে পলাশ ফুলের হেড ব্যান্ড।
১৪/১৪
 অল ব্ল্যাক লুকে হাস্যোজ্জ্বল স্পর্শিয়া।
অল ব্ল্যাক লুকে হাস্যোজ্জ্বল স্পর্শিয়া।
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৬: ১৪
বিজ্ঞাপন