বলিউডে সম্প্রতি প্রায় একই সঙ্গে অভিষেক ঘটেছে এক ঝাঁক স্টারকিডের। তার মধ্যে অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর যেন একটু আলাদা করে নজর কাড়ছেন। তার নিটোল সৌন্দর্য আর বডি ল্যাঙ্গুয়েজের মাঝে কোথাও একটা সফট গার্ল ভাইব আছে। এই তারকা-তনয়া যতই আবেদনময় ও রাফ লুকে নিজেকে সাজান না কেন, সেই নরম আমেজটি যেন রয়েই যায়। তবে এবারের 'এল ইন্ডিয়া' সাময়িকীর ডিজিটাল প্রচ্ছদকন্যা রূপে শানায়ার ফটোশুটে নানা চোখ জুড়ানো লুকে যেন সেই 'সফট গার্ল' ঘরানাটিকেই প্রাধান্য দেওয়া হয়েছে বিভিন্ন প্যাস্টেল শেডে।আর প্রাকৃতিকভাবেই অপরূপা সুন্দর এই অভিনেত্রীকে এখানে লাগছে স্বর্গীয়। ইন্সটাগ্রামের পোস্টে ক্যাপশনে তিনি লিখেছেন 'সফট গার্ল এরা' বা সফট গার্লদের যুগ। এবারে চলুন দেখে নিই শানায়ার এই চোখ জুড়ানো লুকগুলো।