লাল শুধু চোখ ধাঁধায় না। বরং দিতে পারে রিফ্রেশিং আমেজ। অভিনেত্রী সাফা কবিরের মিনিমালিস্টিক লাল শাড়ির লুক তো সেটাই বলছে। আসলে ছুটির দিনে টানা বৃষ্টি মন ভার করে দিচ্ছে আমাদের অনেকেরই। বোরিং এই ধূসর চারিদিকের মাঝে সাফার লাল শাড়ির সাজে চোখ জুড়াবেই। চলুন এই ফ্যাশনিস্তা অভিনেত্রীর পুরো লুক দেখে নিই ইন্সটাগ্রাম থেকে।
ছবি: সাফা কবিরের ইন্সটাগ্রাম