বোরিং বৃষ্টিদিনে সাফার রিফ্রেশিং লাল শাড়ির লুক
শেয়ার করুন
ফলো করুন

লাল শুধু চোখ ধাঁধায় না। বরং দিতে পারে রিফ্রেশিং আমেজ। অভিনেত্রী সাফা কবিরের মিনিমালিস্টিক লাল শাড়ির লুক তো সেটাই বলছে। আসলে ছুটির দিনে টানা বৃষ্টি মন ভার করে দিচ্ছে আমাদের অনেকেরই। বোরিং এই ধূসর চারিদিকের মাঝে সাফার লাল শাড়ির সাজে চোখ জুড়াবেই। চলুন এই ফ্যাশনিস্তা অভিনেত্রীর পুরো লুক দেখে নিই ইন্সটাগ্রাম থেকে।

১/৫
বোরিং বৃষ্টিদিনে জরীপাড় লাল সুতির শাড়িতে সাফার মন ভালো করা লুক। আঁচলেও জরীর স্ট্রাইপ
বোরিং বৃষ্টিদিনে জরীপাড় লাল সুতির শাড়িতে সাফার মন ভালো করা লুক। আঁচলেও জরীর স্ট্রাইপ
বিজ্ঞাপন
২/৫
সঙ্গে আছে দারুণ ফিটিংয়ের লাল স্লিভলেস ব্লাউজ
সঙ্গে আছে দারুণ ফিটিংয়ের লাল স্লিভলেস ব্লাউজ
বিজ্ঞাপন
৩/৫
দুই দিকে দুই সোনালি চিকন চুড়ি। সেই সঙ্গে হাতভর্তি লাল রেশমি চুড়ি পরেছেন এই অভিনেত্রী
দুই দিকে দুই সোনালি চিকন চুড়ি। সেই সঙ্গে হাতভর্তি লাল রেশমি চুড়ি পরেছেন এই অভিনেত্রী
৪/৫
দফট গ্ল্যাম ঘরানার হালকা সাজেই দেখা যাচ্ছে সাফাকে। ব্রিক রেডের লাইট শেডের লিপকালার আর ছোট লাল টিপে মোহনীয় তিনি
দফট গ্ল্যাম ঘরানার হালকা সাজেই দেখা যাচ্ছে সাফাকে। ব্রিক রেডের লাইট শেডের লিপকালার আর ছোট লাল টিপে মোহনীয় তিনি
৫/৫
ক্ল্যাসিক লুকে সাফা বেছে নিয়েছেন ছোট সোনালি ঝুমকা। খোলা চুলেই তিনি সবসময়ের মতো ন্যাচারাল সুন্দর
ক্ল্যাসিক লুকে সাফা বেছে নিয়েছেন ছোট সোনালি ঝুমকা। খোলা চুলেই তিনি সবসময়ের মতো ন্যাচারাল সুন্দর

ছবি: সাফা কবিরের ইন্সটাগ্রাম

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৮: ৫৮
বিজ্ঞাপন