ট্রেন্ডের তুঙ্গে নুসরাত ফারিয়ার কন্যা, দেখুন  সাফিয়া সাথীর ডিজাইনে তাঁর তিনটি নজরকাড়া পোশাক
শেয়ার করুন
ফলো করুন

যেকোনো সিনেমার মূল আকর্ষণ থাকে গান আর সে গানের চিত্রায়ন। এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে জ্যাজ মাল্টিমিডিয়ার আলোচিত জ্বীন সিনেমার ৩য় সিকুয়েল। জ্বিন ৩ নামের এই সিনেমায় অভিনেতা সজলের সঙ্গে দেখা যাবে সুন্দরী অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। আর এই সিনেমার কন্যা গানটি এখন রীতিমতো ট্রেন্ডের তুঙ্গে। এখানে নুসরাত ফারিয়া পরেছেন দেশের সুপরিচিত ডিজাইনার সাফিয়া সাথীর তিনটি নজরকাড়া পোশাক। আমাদের তিনটি বড় উৎসবের থিমে গানের পোশাকগুলো ডিজাইন করেছেন সাফিয়া সাথী। এই ডিজাইনারের সঙ্গে কথোপকথন থেকেই জানা গেল তিন পোশাকের আদ্যোপান্ত।

কন্যা গান এখন ট্রেন্ডের তুঙ্গে
কন্যা গান এখন ট্রেন্ডের তুঙ্গে

ণপ্রথমেই নুসরাত ফারিয়া পরেছেন একেবারে ক্ল্যাসিক লুকের লাল সিল্ক কাতান। আমাদের দেশি তাঁতে বোনা এই কালোত্তীর্ণ শাড়িটিতে সরু পাড় দেখা যাচ্ছে।

বাংলা নববর্ষের আবহ দেখা যাচ্ছে
বাংলা নববর্ষের আবহ দেখা যাচ্ছে
ট্র্যাডিশনাল ড্রেপিংয়ে লাল সিল্ক কাতানের লুক
ট্র্যাডিশনাল ড্রেপিংয়ে লাল সিল্ক কাতানের লুক

বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখের থিমে সাজানো হয়েছে পুরো আবহ। শাড়ির সঙ্গে আছে ফুলস্লিভ ব্লাউজ। ড্রেপ একেবারে ট্র্যাডিশনাল বাঙালি কায়দায় করা হয়েছে। জমকালো ঐতিহ্যবাহী ডিজাইনের গয়নার সঙ্গে হাতে আলতার সাজ দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

এরপরে গাঁদা ফুলের চোখজুড়ানো হলুদ রঙের শাড়ি ও ম্যাচিং ব্লাউজ পরেছেন নুসরাত ফারিয়া।

গাঁদা ফুলের রঙের শাড়ি ও ম্যাচিং ব্লাউজ
গাঁদা ফুলের রঙের শাড়ি ও ম্যাচিং ব্লাউজ

পহেলা ফাল্গুনের বসন্তবরণের উৎসবমুখর আবহ রাখা হয়েছে গানের এ অংশে। এখানে বেশ আকর্ষণীয় ও মডার্ন ড্রেপিংয়ে শাড়িটি পরেছেন তিনি।

বেশ আকর্ষণীয় ও মডার্ন ড্রেপিংয়ে শাড়িটি পরেছেন তিনি
বেশ আকর্ষণীয় ও মডার্ন ড্রেপিংয়ে শাড়িটি পরেছেন তিনি

শাড়ির পাড় ও ব্লাউজে আছে জারদৌসি কাজ। সঙ্গে জমকালো গয়না পরেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

ঈদে আমরা সবাই ফ্লেয়ার দেওয়া আনারকলি পরতে পছন্দ করি। আর সাফিয়া সাথী নুসরাত ফারিয়ার জন্য তেমনই একটি অপূর্ব সুন্দর অফ হোয়াইট আনারকলি ডিজাইন করেছেন ঈদ উৎসবের আমেজ বোঝাতে। সঙ্গে আছে ম্যাচিং ওড়না। পুরোটাই ভিসকস ম্যাটেরিয়ালে তৈরি, জানালেন এই ডিজাইনার।

অপূর্ব সুন্দর অফ হোয়াইট আনারকলি পরেছেন এই অভিনেত্রী
অপূর্ব সুন্দর অফ হোয়াইট আনারকলি পরেছেন এই অভিনেত্রী
সঙ্গে আছে নজরকাড়া গয়না
সঙ্গে আছে নজরকাড়া গয়না

'কন্যা' গানটি এখন মুখে মুখে ফিরছে। সাড়া জাগাচ্ছে এর ভিডিওটি। উল্লেখ্য, নুসরাত ফারিয়া এই গানে দেশের জনপ্রিয় গয়নার ব্র্যান্ড সিক্স ইয়ার্ডস স্টোরির জুয়েলারি পরেছেন। আর এখানে নুসরাত ফারিয়ার পরনে আমাদের দেশের সুপরিচিত ডিজাইনার সাফিয়া সাথীর এই নজরকাড়া পোশাকগুলো খুবই প্রশংসিত হচ্ছে।

ছবি: নুসরাত ফারিয়া

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৫: ২১
বিজ্ঞাপন