গুণী অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়শৈলীর সঙ্গে সঙ্গে তাঁর সাজপোশাকও সবসময় প্রশংসিত হয়। মানিয়ে যায় বাঁধনকে সব ধরনের পোশাকেই। হালকা থেকে শুরু করে জমকালো মেকওভারেও তিনি সমান সুন্দর। আর এদিকে সব ধরনের শাড়ির লুকেই সমান আকর্ষণীয় লাগে তাঁকে। চলুন তবে বাঁধনের সাম্প্রতিক কিছু নজরকাড়া শাড়ির লুক দেখে আসি।
ছবি: আজমেরী হক বাঁধনের ইন্সটাগ্রাম