সব শাড়ির লুকেই সমান আকর্ষণীয় লাগে যাঁকে
শেয়ার করুন
ফলো করুন

গুণী অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়শৈলীর সঙ্গে সঙ্গে তাঁর সাজপোশাকও সবসময় প্রশংসিত হয়। মানিয়ে যায় বাঁধনকে সব ধরনের পোশাকেই। হালকা থেকে শুরু করে জমকালো মেকওভারেও তিনি সমান সুন্দর। আর এদিকে সব ধরনের শাড়ির লুকেই সমান আকর্ষণীয় লাগে তাঁকে। চলুন তবে বাঁধনের সাম্প্রতিক কিছু নজরকাড়া শাড়ির লুক দেখে আসি।

১/৫
কালো জমিনে ঝলমলে সোনালি বুননের কাতান শাড়ি পরেছেন বাঁধন। সঙ্গে আছে পাথর বসানো গোল্ডেন গয়না।
কালো জমিনে ঝলমলে সোনালি বুননের কাতান শাড়ি পরেছেন বাঁধন। সঙ্গে আছে পাথর বসানো গোল্ডেন গয়না।
বিজ্ঞাপন
২/৫
ফ্লোরাল প্যাটার্ন আর পাড়ে সোনালি। সঙ্গে সাদা ফুলও আছে সাদা শাড়িতে। নওরতনের জমকালো চোকার, লম্বা ঝুলের দুল ও চুলের ফুলের সাজে আলাদা মাত্রা এনেছে গ্ল্যাম মেকআপ।
ফ্লোরাল প্যাটার্ন আর পাড়ে সোনালি। সঙ্গে সাদা ফুলও আছে সাদা শাড়িতে। নওরতনের জমকালো চোকার, লম্বা ঝুলের দুল ও চুলের ফুলের সাজে আলাদা মাত্রা এনেছে গ্ল্যাম মেকআপ।
বিজ্ঞাপন
৩/৫
ডিপনেক ম্যাচিং  ব্লাউজের সঙ্গে স্টোন ও সিকুইনের কাজ করা মভ রঙের শিয়ার ফেব্রিকের শাড়ি পরেছেন বাঁধন এখানে। সঙ্গে নজরকাড়া সাদা ও সবুজ পাথরের গয়না
ডিপনেক ম্যাচিং ব্লাউজের সঙ্গে স্টোন ও সিকুইনের কাজ করা মভ রঙের শিয়ার ফেব্রিকের শাড়ি পরেছেন বাঁধন এখানে। সঙ্গে নজরকাড়া সাদা ও সবুজ পাথরের গয়না
৪/৫
মেরুন শাড়িতে বাসন্তী ও সোনালি বুননের কাজ। মেরুন ডিপনেক ব্লাউজ আছে সঙ্গে। লম্বা ঝোলানো দুল, আর বালায় ছিমছাম সাজ দেখা যাচ্ছে বাঁধনের লুকে
মেরুন শাড়িতে বাসন্তী ও সোনালি বুননের কাজ। মেরুন ডিপনেক ব্লাউজ আছে সঙ্গে। লম্বা ঝোলানো দুল, আর বালায় ছিমছাম সাজ দেখা যাচ্ছে বাঁধনের লুকে
৫/৫
কমলা শাড়ি-ব্লাউজ আর সফট গ্ল্যাম মেকওভারে মোহনীয় বাঁধন।
কমলা শাড়ি-ব্লাউজ আর সফট গ্ল্যাম মেকওভারে মোহনীয় বাঁধন।

ছবি: আজমেরী হক বাঁধনের ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৬: ২৩
বিজ্ঞাপন