সমুদ্র-নীল জামদানির রিফ্রেশিং লুকে চোখ জুড়ালেন জামদানি-লাভার রুনা
শেয়ার করুন
ফলো করুন

অভিনেত্রী রুনা খানকে জামদানি-লাভার বললে একটুও অত্যুক্তি হবে না। বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই তিনি বেছে নেন নানা রঙের জামদানি শাড়ি। এবারে তিনি দেখা দিলেন সমুদ্র নীল জামদানির রিফ্রেশিং লুকে। অপূর্ব সুন্দর হালকা সাজ সেরেছেন নিজ হাতেই।

১/৯
সমুদ্র-নীল জামদানিতে অত্যন্ত রিফ্রেশিং লাগছে রুনা খানকে
সমুদ্র-নীল জামদানিতে অত্যন্ত রিফ্রেশিং লাগছে রুনা খানকে
বিজ্ঞাপন
২/৯
দারুণ ফিটিংয়ের ম্যাচিং ব্লাউজের পরিমিত আবেদনে বেড়েছে আকর্ষণ
দারুণ ফিটিংয়ের ম্যাচিং ব্লাউজের পরিমিত আবেদনে বেড়েছে আকর্ষণ
বিজ্ঞাপন
৩/৯
ক্ল্যাসিক ড্রেপেই জড়িয়েছেন রুনা এই ট্র্যাডিশনাল বিস্ময়বস্ত্র
ক্ল্যাসিক ড্রেপেই জড়িয়েছেন রুনা এই ট্র্যাডিশনাল বিস্ময়বস্ত্র
৪/৯
সোনালি নকশার বুননে গোলাপির ছোঁয়া দেখা যাচ্ছে চোখজুড়ানো শেডের এই জামদানিতে
সোনালি নকশার বুননে গোলাপির ছোঁয়া দেখা যাচ্ছে চোখজুড়ানো শেডের এই জামদানিতে
৫/৯
শাড়িটির নকশা ঠিক রেখে আঁচলে ট্যাসেলের সংযুক্তি নজর কাড়ছে
শাড়িটির নকশা ঠিক রেখে আঁচলে ট্যাসেলের সংযুক্তি নজর কাড়ছে
৬/৯
ছোট লাল টিপ, ন্যুড গোলাপি লিপকালার আর হালকা সাজে মোহনীয় রুনা। সাজ সেরেছেন নিজেই।
ছোট লাল টিপ, ন্যুড গোলাপি লিপকালার আর হালকা সাজে মোহনীয় রুনা। সাজ সেরেছেন নিজেই।
৭/৯
ন্যাচারাল সৌন্দর্যে উদ্ভাসিত এই জামদানি-লাভার অভিনেত্রীর ছিমছাম আপডু হেয়ারস্টাইলে খুব মানিয়েছে দুই পাশের স্ট্র্যান্ডস ও সাদা ফুল।
ন্যাচারাল সৌন্দর্যে উদ্ভাসিত এই জামদানি-লাভার অভিনেত্রীর ছিমছাম আপডু হেয়ারস্টাইলে খুব মানিয়েছে দুই পাশের স্ট্র্যান্ডস ও সাদা ফুল।
৮/৯
অ্যান্টিক ফিনিশের ঝোলানো দুল আর আংটি পরেছেন রুনা এই লুকে
অ্যান্টিক ফিনিশের ঝোলানো দুল আর আংটি পরেছেন রুনা এই লুকে
৯/৯
সব মিলিয়ে চিরচেনা হাসিতে চোখ জুড়াচ্ছেন তিনি এই জামদানির লুকে, বলতেই হয়
সব মিলিয়ে চিরচেনা হাসিতে চোখ জুড়াচ্ছেন তিনি এই জামদানির লুকে, বলতেই হয়

জামদানি: বেঙ্গল ড্রেপস

ফটোগ্রাফি: দিয়া আহসান

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬: ২০
বিজ্ঞাপন