
গ্ল্যামার আসলে এক অন্তর্নিহিত বিষয়, যা ফ্যাশন স্টেটমেন্টের সঙ্গেই প্রকাশিত হয়। আর ফুলস্লিভসে গ্ল্যামার ছড়াতে জুড়ি নেই অভিনেত্রী রুনা খানের। তাঁকে দেখে মনে হচ্ছে, শীত ফ্যাশনে শাড়ি কেন নয়! রুনার অনুপ্রেরণায় আপনিও ফুলস্লিভসে এমন গ্ল্যামারাস শাড়ির সাজে নিজেকে উপস্থাপন করতে পারেন এই ১০ লুকের মতো।










ছবি: রুনা খানের ইন্সটাগ্রাম