ফুলস্লিভসে গ্ল্যামার ছড়াতে জুড়ি নেই রুনার, দেখুন তাঁর আভিজাত্যপূর্ণ ১০টি শাড়ির লুক
শেয়ার করুন
ফলো করুন

গ্ল্যামার আসলে এক অন্তর্নিহিত বিষয়, যা ফ্যাশন স্টেটমেন্টের সঙ্গেই প্রকাশিত হয়। আর ফুলস্লিভসে গ্ল্যামার ছড়াতে জুড়ি নেই অভিনেত্রী রুনা খানের। তাঁকে দেখে মনে হচ্ছে, শীত ফ্যাশনে শাড়ি কেন নয়! রুনার অনুপ্রেরণায় আপনিও ফুলস্লিভসে এমন গ্ল্যামারাস শাড়ির সাজে নিজেকে উপস্থাপন করতে পারেন এই ১০ লুকের মতো।

১/১০
প্যাস্টেল শেডের পাউডার পিংক শাড়িতে সরু জরীর বর্ডার। সঙ্গের ম্যাচিং ব্লাউজে  জমকালো কারুকাজ করা। রুনার সফট কার্লস বাড়িয়েছে গ্ল্যামার
প্যাস্টেল শেডের পাউডার পিংক শাড়িতে সরু জরীর বর্ডার। সঙ্গের ম্যাচিং ব্লাউজে জমকালো কারুকাজ করা। রুনার সফট কার্লস বাড়িয়েছে গ্ল্যামার
বিজ্ঞাপন
২/১০
দারুণ ফিটিংয়ের ব্যাকলেস ম্যাচিং ব্লাউজের সঙ্গে হালকা আকাশী জামদানি পরেছেন রুনা
দারুণ ফিটিংয়ের ব্যাকলেস ম্যাচিং ব্লাউজের সঙ্গে হালকা আকাশী জামদানি পরেছেন রুনা
বিজ্ঞাপন
৩/১০
এখানে কালো লাইক্রা ব্লাউজের সঙ্গে কালো জামদানির লুকে নজর কাড়ছে পার্লের লহর দেওয়া দোনালি গয়না, কালো টিপ আর খোঁপার সাদা ফুল
এখানে কালো লাইক্রা ব্লাউজের সঙ্গে কালো জামদানির লুকে নজর কাড়ছে পার্লের লহর দেওয়া দোনালি গয়না, কালো টিপ আর খোঁপার সাদা ফুল
৪/১০
এখানেও খোঁপায় সাদা ফুল।ম্যাচিং ম্যাজেন্টা ফুলস্লিভ ব্লাউজের সঙ্গে একই রঙের সোনালি কাজ করা জামদানি পরেছেন রুনা
এখানেও খোঁপায় সাদা ফুল।ম্যাচিং ম্যাজেন্টা ফুলস্লিভ ব্লাউজের সঙ্গে একই রঙের সোনালি কাজ করা জামদানি পরেছেন রুনা
৫/১০
বেইজ আর মভের মাঝামাঝি দারুণ ক্লাসি এক রঙ। ফুলস্লিভ স্যাটিন ব্লাউজের সঙ্গে শাড়ির লুকে রুনা পরেছেন জমকালো ঝুমকা
বেইজ আর মভের মাঝামাঝি দারুণ ক্লাসি এক রঙ। ফুলস্লিভ স্যাটিন ব্লাউজের সঙ্গে শাড়ির লুকে রুনা পরেছেন জমকালো ঝুমকা
৬/১০
কালো আর সোনালির গ্ল্যামারে ঝলমল করছেন রুনা। মেকআপ অত্যন্ত মিনিমাল।
কালো আর সোনালির গ্ল্যামারে ঝলমল করছেন রুনা। মেকআপ অত্যন্ত মিনিমাল।
৭/১০
কমলা ব্যাকলেস ব্লাউজের সঙ্গে জরীপাড় ম্যাচিং স্যাটিন শাড়ি আর ঝুমকায় খুব মিষ্টি লাগছে রুনাকে
কমলা ব্যাকলেস ব্লাউজের সঙ্গে জরীপাড় ম্যাচিং স্যাটিন শাড়ি আর ঝুমকায় খুব মিষ্টি লাগছে রুনাকে
৮/১০
শিয়ার ফেব্রিকের কালো এমবেলিশড ব্লাউজের সঙ্গে সিকুইনের কালো শাড়িতে আকর্ষণীয় রুনা
শিয়ার ফেব্রিকের কালো এমবেলিশড ব্লাউজের সঙ্গে সিকুইনের কালো শাড়িতে আকর্ষণীয় রুনা
৯/১০
পার্লের চোকার আর ছোট স্টাডে কালো শিয়ার ব্লাউজের লুকে দেখা যাচ্ছে রুনাকে
পার্লের চোকার আর ছোট স্টাডে কালো শিয়ার ব্লাউজের লুকে দেখা যাচ্ছে রুনাকে
১০/১০
সাদা জামদানির সঙ্গে এমন একটা সাদা ব্লাউজ আর হুপ দুলে রুনা আভিজাত্যপূর্ণ গ্ল্যামার ছড়াচ্ছেন খোলা চুলে।
সাদা জামদানির সঙ্গে এমন একটা সাদা ব্লাউজ আর হুপ দুলে রুনা আভিজাত্যপূর্ণ গ্ল্যামার ছড়াচ্ছেন খোলা চুলে।

ছবি: রুনা খানের ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫: ২১
বিজ্ঞাপন