কোঁকড়া চুলের ন্যাচারাল রূপে আকর্ষণ ছড়াচ্ছেন দক্ষিণি সুন্দরী অনুপমা
শেয়ার করুন
ফলো করুন

২০১৫ সালে মালায়লম সিনেমায় অভিষেক হয় এই সুন্দরী অভিনেত্রীর। অনুপমা পরিমেশ্বরণ নিজেও মালায়ালি পরিবারের মেয়ে। এরপর দক্ষিণে তামিল আর তেলেগু সিনেমায় অভিনয় করা শুরু করেন তিনি। একঢাল কোঁকড়া চুল আর ন্যাচারাল রূপে অনুপমা অন্যরকম আকর্ষণ ছড়ান। কৃত্রিমতার এই যুগে এমন ন্যাচারাল রূপ কমই দেখা যায়। নানা লুকে দক্ষিণি অভিনেত্রী অনুপমা পরমেশ্বরণের সৌন্দর্য তাই আকৃষ্ট করে যে কাউকে। চলুন এই অভিনেত্রীর ইন্সটাগ্রাম থেকে তাঁর কিছু নজরকাড়া লুক দেখে নিই।

১/১১
নুডল স্ট্র্যাপের কালো ম্যাচিং ব্লাউজ দিয়ে কালো শাড়ি পরেছেন অনুপমা
নুডল স্ট্র্যাপের কালো ম্যাচিং ব্লাউজ দিয়ে কালো শাড়ি পরেছেন অনুপমা
বিজ্ঞাপন
২/১১
ঐতিহ্যবাহী সাদা-সোনালি ডুরে শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ আর ফুলের সাজে অপরূপা লাগছেন তিনি
ঐতিহ্যবাহী সাদা-সোনালি ডুরে শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ আর ফুলের সাজে অপরূপা লাগছেন তিনি
বিজ্ঞাপন
৩/১১
কালো টপ আর নীল স্কার্টে আবেদন ছড়াচ্ছেন এই অভিনেত্রী
কালো টপ আর নীল স্কার্টে আবেদন ছড়াচ্ছেন এই অভিনেত্রী
৪/১১
সূর্যের আলোয় অনুপমার শাড়ির সাজের এই আবেদন বলে বোঝানো কঠিন।
সূর্যের আলোয় অনুপমার শাড়ির সাজের এই আবেদন বলে বোঝানো কঠিন।
৫/১১
এক সাইডে পনিটেল করা অন্যরকম সুন্দর কোঁকড়া চুলে ওয়ান শোল্ডার টপ আর জিন্সের লুকে অনুপমা। নজর কাড়ছে হিলস
এক সাইডে পনিটেল করা অন্যরকম সুন্দর কোঁকড়া চুলে ওয়ান শোল্ডার টপ আর জিন্সের লুকে অনুপমা। নজর কাড়ছে হিলস
৬/১১
চুল নিয়ে বেশি কিছু করেন না এই অভিনেত্রী। পরেছেন কালো টপ
চুল নিয়ে বেশি কিছু করেন না এই অভিনেত্রী। পরেছেন কালো টপ
৭/১১
হলুদ নুডল স্ট্র্যাপের ড্রেসে এই ন্যাচারাল বিউটি
হলুদ নুডল স্ট্র্যাপের ড্রেসে এই ন্যাচারাল বিউটি
৮/১১
শাড়ির সাজে তুলনা নেই অনুপমার। পরেছেন স্লিভলেস ব্লাউজ দিইয়ে সুতির শাড়ি আর লম্বা ঝোলানো দুল
শাড়ির সাজে তুলনা নেই অনুপমার। পরেছেন স্লিভলেস ব্লাউজ দিইয়ে সুতির শাড়ি আর লম্বা ঝোলানো দুল
৯/১১
কমলা ব্লাউজের সঙ্গে বর্ণিল শাড়িতে অনুপমা
কমলা ব্লাউজের সঙ্গে বর্ণিল শাড়িতে অনুপমা
১০/১১
এমন ন্যাচারাল রূপ থাকলে মেকআপ করার দরকার পড়ে না তেমন। অনুপমাকে এভাবেই দেখা যায় বেশি
এমন ন্যাচারাল রূপ থাকলে মেকআপ করার দরকার পড়ে না তেমন। অনুপমাকে এভাবেই দেখা যায় বেশি
১১/১১
কোঁকড়া চুল, প্রাকৃতিক সৌন্দর্য আর আবেদনময়তায় যে কারো নজর কাড়েন এই দক্ষিণি সুন্দরী
কোঁকড়া চুল, প্রাকৃতিক সৌন্দর্য আর আবেদনময়তায় যে কারো নজর কাড়েন এই দক্ষিণি সুন্দরী

ছবি: অনুপমার ইন্সটাগ্রাম

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৪: ০৪
বিজ্ঞাপন