
২০১৫ সালে মালায়লম সিনেমায় অভিষেক হয় এই সুন্দরী অভিনেত্রীর। অনুপমা পরিমেশ্বরণ নিজেও মালায়ালি পরিবারের মেয়ে। এরপর দক্ষিণে তামিল আর তেলেগু সিনেমায় অভিনয় করা শুরু করেন তিনি। একঢাল কোঁকড়া চুল আর ন্যাচারাল রূপে অনুপমা অন্যরকম আকর্ষণ ছড়ান। কৃত্রিমতার এই যুগে এমন ন্যাচারাল রূপ কমই দেখা যায়। নানা লুকে দক্ষিণি অভিনেত্রী অনুপমা পরমেশ্বরণের সৌন্দর্য তাই আকৃষ্ট করে যে কাউকে। চলুন এই অভিনেত্রীর ইন্সটাগ্রাম থেকে তাঁর কিছু নজরকাড়া লুক দেখে নিই।











ছবি: অনুপমার ইন্সটাগ্রাম