হাফ সেঞ্চুরি পেরিয়েও আকর্ষণ ছড়ালেন কাজল
শেয়ার করুন
ফলো করুন

বলিউডের আইকনিক রোমান্টিক নায়িকা কাজলের মতো চার্মিং অভিনেত্রী খুব কমই আছেন। জীবনের হাফ সেঞ্চুরি পেরিয়েও তিনি গ্ল্যাম ছড়াচ্ছেন সবখানে। যেকোনো পোশাকেই কাজলের উপস্থিতি চোখে পড়ার মতো। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোতে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন নায়িকা। রইল বিস্তারিত—

১/৫
মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড শোতে এভাবেই সবার নজর কাড়েন নায়িকা। রেড কার্পেট লুকে তাঁর নিখুঁত সাজপোশাক মুগ্ধ করেছে সবাইকে।
মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড শোতে এভাবেই সবার নজর কাড়েন নায়িকা। রেড কার্পেট লুকে তাঁর নিখুঁত সাজপোশাক মুগ্ধ করেছে সবাইকে।
বিজ্ঞাপন
২/৫
৫১ বছরের এই অভিনেত্রী বেছে নিয়েছেন শান্তনু-নিখিলের আকর্ষণীয় আউটফিট। তাঁর এই আকর্ষণীয় লুকের দায়িত্বে ছিলেন ভারতীয় স্টাইলিস্ট আস্থা শর্মা।
৫১ বছরের এই অভিনেত্রী বেছে নিয়েছেন শান্তনু-নিখিলের আকর্ষণীয় আউটফিট। তাঁর এই আকর্ষণীয় লুকের দায়িত্বে ছিলেন ভারতীয় স্টাইলিস্ট আস্থা শর্মা।
বিজ্ঞাপন
৩/৫
সফট ন্যুড টোনের গাউনটি আসলে একরঙা শাড়ি, যা স্ট্র্যাপলেস কোরসেটেড বডিসের সঙ্গে গাউনের মতো ড্রেপ করা হয়েছে। প্লিট করে পরানো হয়েছে ওয়ান-শোল্ডার স্টাইলে।
সফট ন্যুড টোনের গাউনটি আসলে একরঙা শাড়ি, যা স্ট্র্যাপলেস কোরসেটেড বডিসের সঙ্গে গাউনের মতো ড্রেপ করা হয়েছে। প্লিট করে পরানো হয়েছে ওয়ান-শোল্ডার স্টাইলে।
৪/৫
পোশাকের সঙ্গে মিনিমাল জুয়েলারিতে সেজেছেন কাজল। টিয়ারড্রপ হীরার দুল তাঁর কানে, এক হাতে শোভা পাচ্ছে লেয়ার্ড ব্রেসলেট আর হীরা-পান্নার আংটি।
পোশাকের সঙ্গে মিনিমাল জুয়েলারিতে সেজেছেন কাজল। টিয়ারড্রপ হীরার দুল তাঁর কানে, এক হাতে শোভা পাচ্ছে লেয়ার্ড ব্রেসলেট আর হীরা-পান্নার আংটি।
৫/৫
জীবনের হাফ সেঞ্চুরি হাঁকিয়েও নিখুঁত ত্বকের অধিকারিণী কাজল। এই সাজেও সেই ছাপ স্পষ্ট। রেড লিপ লুকের সঙ্গে শিমারি আইশ্যাডো আর কাজলে সেজেছেন তিনি। স্টাইলিশ আবেদন যোগ করেছে টুইস্ট বান হেয়ারস্টাইল।
জীবনের হাফ সেঞ্চুরি হাঁকিয়েও নিখুঁত ত্বকের অধিকারিণী কাজল। এই সাজেও সেই ছাপ স্পষ্ট। রেড লিপ লুকের সঙ্গে শিমারি আইশ্যাডো আর কাজলে সেজেছেন তিনি। স্টাইলিশ আবেদন যোগ করেছে টুইস্ট বান হেয়ারস্টাইল।
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১১: ৫৩
বিজ্ঞাপন