আকর্ষণে তুলনাহীন ব্ল্যাকলেডি সুনেরাহ, দেখুন তাঁর ১ ডজন লুক
শেয়ার করুন
ফলো করুন

বাংলাদেশি তারকা অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের ফ্যাশনিস্তা ভক্তের সংখ্যা অনেক। নানা রকম সাজপোশাক ও অসাধারণ স্টাইলিং দিয়ে তিনি ভক্তদের মাত করেন। সাদামাটা থেকে শুরু করে জমকালো ও বোল্ড—নানা অবতারে তাঁকে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। যেকোনো রঙের পোশাক বেশ সুন্দরভাবে ক্যারি করতে পারেন অভিনেত্রী। তবে কালোয় যেন একটু বেশিই আবেদন কাড়েন তিনি। ব্ল্যাকলেডি বেশে সুনেরাহর আকর্ষণীয় লুকগুলো চলুন দেখে আসি...

১/১২
বডিকন ফিট কালো গাউনের সঙ্গে মাথায় পরেছেন স্টাইলিশ হ্যাট।
বডিকন ফিট কালো গাউনের সঙ্গে মাথায় পরেছেন স্টাইলিশ হ্যাট।
বিজ্ঞাপন
২/১২
কালো লেদার টপ আর প্যান্ট পরেছেন এই লুকে তিনি। আকর্ষণ কাড়ছে হেয়ারস্টাইল।
কালো লেদার টপ আর প্যান্ট পরেছেন এই লুকে তিনি। আকর্ষণ কাড়ছে হেয়ারস্টাইল।
বিজ্ঞাপন
৩/১২
সুইমিংপুলে জলকেলিতে ব্যস্ত সুনেরাহ। কালো মনোকিনিতে খুব মানিয়েছে তাঁকে।
সুইমিংপুলে জলকেলিতে ব্যস্ত সুনেরাহ। কালো মনোকিনিতে খুব মানিয়েছে তাঁকে।
৪/১২
স্লিভলেস ক্রপ টপের সঙ্গে জুটি হয়েছে কার্গো প্যান্ট; সঙ্গে নিয়েছেন ব্যাগ আর চোখে কালো সানগ্লাস। সব মিলিয়ে বেশ স্টাইলিশ লাগছে তাঁকে।
স্লিভলেস ক্রপ টপের সঙ্গে জুটি হয়েছে কার্গো প্যান্ট; সঙ্গে নিয়েছেন ব্যাগ আর চোখে কালো সানগ্লাস। সব মিলিয়ে বেশ স্টাইলিশ লাগছে তাঁকে।
৫/১২
কালো ন্যুডল স্ট্র্যাপ টপের ওপরে চেইনমেইল লেয়ারিং করেছেন সুন্দরী।
কালো ন্যুডল স্ট্র্যাপ টপের ওপরে চেইনমেইল লেয়ারিং করেছেন সুন্দরী।
৬/১২
হাইনেক সি থ্রু টপের সঙ্গে আবেদন কাড়ছে ‘রেড লিপ’ লুক; সঙ্গী হয়েছে মিনিমাল জুয়েলারি।
হাইনেক সি থ্রু টপের সঙ্গে আবেদন কাড়ছে ‘রেড লিপ’ লুক; সঙ্গী হয়েছে মিনিমাল জুয়েলারি।
৭/১২
হাইনেক ফুলস্লিভ টপের ওপর লেয়ার করেছেন লেদার জ্যাকেট। কাজল দেওয়া চোখে কালো সানগ্লাস। এই ‘অল ব্ল্যাক’ লুকে অভিনেত্রী যেন মোহ ছড়াচ্ছেন।
হাইনেক ফুলস্লিভ টপের ওপর লেয়ার করেছেন লেদার জ্যাকেট। কাজল দেওয়া চোখে কালো সানগ্লাস। এই ‘অল ব্ল্যাক’ লুকে অভিনেত্রী যেন মোহ ছড়াচ্ছেন।
৮/১২
ফুলস্লিভ কালো টপের সঙ্গে মিনি স্কার্ট পরেছেন তিনি। স্টাইল যোগ করেছে কোমরের বেল্ট আর পায়ে পরা সাদা বুট।
ফুলস্লিভ কালো টপের সঙ্গে মিনি স্কার্ট পরেছেন তিনি। স্টাইল যোগ করেছে কোমরের বেল্ট আর পায়ে পরা সাদা বুট।
৯/১২
এথনিক লুকেও তিনি অনন্যা। কালো সালোয়ার–কামিজের সঙ্গে সেজেছেন কালো টিপ, আইলাইনার আর ঝুমকায়।
এথনিক লুকেও তিনি অনন্যা। কালো সালোয়ার–কামিজের সঙ্গে সেজেছেন কালো টিপ, আইলাইনার আর ঝুমকায়।
১০/১২
কোরসেট স্টাইলের কালো ড্রেস পরে গাড়ির ভেতরেই পোজ দিয়েছেন স্টাইলিশ এই অভিনেত্রী।
কোরসেট স্টাইলের কালো ড্রেস পরে গাড়ির ভেতরেই পোজ দিয়েছেন স্টাইলিশ এই অভিনেত্রী।
১১/১২
ভেলভেটের টপ আর স্কার্ট পরেছেন এই লুকে।
ভেলভেটের টপ আর স্কার্ট পরেছেন এই লুকে।
১২/১২
মিরর সেলফিতে ধরা দিয়েছেন তিনি। কালো ব্রালেটের ওপর পরেছেন কালো শিয়ার টপ।
মিরর সেলফিতে ধরা দিয়েছেন তিনি। কালো ব্রালেটের ওপর পরেছেন কালো শিয়ার টপ।
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪: ০০
বিজ্ঞাপন