বাংলাদেশি তারকা অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের ফ্যাশনিস্তা ভক্তের সংখ্যা অনেক। নানা রকম সাজপোশাক ও অসাধারণ স্টাইলিং দিয়ে তিনি ভক্তদের মাত করেন। সাদামাটা থেকে শুরু করে জমকালো ও বোল্ড—নানা অবতারে তাঁকে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। যেকোনো রঙের পোশাক বেশ সুন্দরভাবে ক্যারি করতে পারেন অভিনেত্রী। তবে কালোয় যেন একটু বেশিই আবেদন কাড়েন তিনি। ব্ল্যাকলেডি বেশে সুনেরাহর আকর্ষণীয় লুকগুলো চলুন দেখে আসি...