সিনে জগতে বলিউডে কাপুরদের দাপট সব সময়ই। শুধু অভিনয় নয়, তাঁদের রাজত্ব ফ্যাশন দুনিয়ায়ও। কাপুর কন্যাদের সাজপোশাক নিয়ে চলতে থাকে চুলচেরা বিশ্লেষণ। কারিশমা, কারিনা কাপুর থেকে শুরু করে ফ্যাশনিস্তা সোনম কাপুর, এমনকি এ প্রজন্মের জাহ্নবী, খুশি কাপুরের মতো তারকারা তাঁদের স্টাইলের ব্যাপারে বেশ সচেতন। সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারলেই তাঁদের নিত্যনতুন ছবির দেখা পাওয়া যায়। কেউ যেন কারোর চেয়ে কম যান না। কাপুর কন্যাদের বেশ কিছু স্টাইলিশ আউটফিটের লুক নিয়ে আজকের আয়োজন হালফ্যাশনের ফ্যাশনসচেতন পাঠকদের জন্য।