চোখজুড়ানো কাপুর কন্যারা
শেয়ার করুন
ফলো করুন

সিনে জগতে বলিউডে কাপুরদের দাপট সব সময়ই। শুধু অভিনয় নয়, তাঁদের রাজত্ব ফ্যাশন দুনিয়ায়ও। কাপুর কন্যাদের সাজপোশাক নিয়ে চলতে থাকে চুলচেরা বিশ্লেষণ। কারিশমা, কারিনা কাপুর থেকে শুরু করে ফ্যাশনিস্তা সোনম কাপুর, এমনকি এ প্রজন্মের জাহ্নবী, খুশি কাপুরের মতো তারকারা তাঁদের স্টাইলের ব্যাপারে বেশ সচেতন। সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারলেই তাঁদের নিত্যনতুন ছবির দেখা পাওয়া যায়। কেউ যেন কারোর চেয়ে কম যান না। কাপুর কন্যাদের বেশ কিছু স্টাইলিশ আউটফিটের লুক নিয়ে আজকের আয়োজন হালফ্যাশনের ফ্যাশনসচেতন পাঠকদের জন্য।

১/১০
শাড়িপ্রাণিত কালো গাউনে বলিউডের ফ্যাশন কুইন সোনাম কাপুর
শাড়িপ্রাণিত কালো গাউনে বলিউডের ফ্যাশন কুইন সোনাম কাপুর
বিজ্ঞাপন
২/১০
সোনালি পাড়ের লাল সিল্ক শাড়িতে এলিগেন্ট লুকে ধরা দিয়েছেন কারিনা কাপুর। সঙ্গে জুটি বেঁধেছে ম্যাচিং হল্টার নেক স্টাইলিশ ব্লাউজ
সোনালি পাড়ের লাল সিল্ক শাড়িতে এলিগেন্ট লুকে ধরা দিয়েছেন কারিনা কাপুর। সঙ্গে জুটি বেঁধেছে ম্যাচিং হল্টার নেক স্টাইলিশ ব্লাউজ
বিজ্ঞাপন
৩/১০
স্ট্র্যাপলেস কালো গাউনে আবেদন ছড়াচ্ছেন জাহ্নবী কাপুর
স্ট্র্যাপলেস কালো গাউনে আবেদন ছড়াচ্ছেন জাহ্নবী কাপুর
৪/১০
সিকুইনসজ্জিত শাড়িতে ধরা দিয়েছেন কারিশমা কাপুর। সঙ্গে পরেছেন কালো স্লিভলেস ব্লাউজ
সিকুইনসজ্জিত শাড়িতে ধরা দিয়েছেন কারিশমা কাপুর। সঙ্গে পরেছেন কালো স্লিভলেস ব্লাউজ
৫/১০
জেন-জি তারকা শানায়া কাপুর পরেছেন গ্লিটার এমবেলিশমেন্ট সোনালি লেহেঙ্গা
জেন-জি তারকা শানায়া কাপুর পরেছেন গ্লিটার এমবেলিশমেন্ট সোনালি লেহেঙ্গা
৬/১০
লাইম ইয়েলো মিনি ড্রেসে আরেক জেন-জি ফ্যাশনিস্তা খুশি কাপুর
লাইম ইয়েলো মিনি ড্রেসে আরেক জেন-জি ফ্যাশনিস্তা খুশি কাপুর
৭/১০
এই আবেদন ছড়ানো লাল সাটিন কাটআউট ও মিডল স্লিট গাউনটি জাহ্নবী পরেছিলেন কফি উইথ করণের শোতে
এই আবেদন ছড়ানো লাল সাটিন কাটআউট ও মিডল স্লিট গাউনটি জাহ্নবী পরেছিলেন কফি উইথ করণের শোতে
৮/১০
অল ব্ল্যাক লুক বেশ পছন্দ সোনমের
অল ব্ল্যাক লুক বেশ পছন্দ সোনমের
৯/১০
ওয়ান শোল্ডার লাল গাউন আর কাজলচোখের সিগনেচার সাজে কারিনা
ওয়ান শোল্ডার লাল গাউন আর কাজলচোখের সিগনেচার সাজে কারিনা
১০/১০
সেমি ফরমাল লুকে ক্যামেরাবন্দী হয়েছেন শ্রীদেবীকন্যা
সেমি ফরমাল লুকে ক্যামেরাবন্দী হয়েছেন শ্রীদেবীকন্যা
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪: ০০
বিজ্ঞাপন