
ব্যক্তিত্ব আর ভেতরের সৌন্দর্য সবার মাঝে অনন্য করে তুলেছে এই অভিনেত্রীকে। সবসময় বিভিন্ন কল্যাণমূলক কাজের সঙ্গে থাকেন তিনি। কাজের মাধ্যমে আর নিজের বিভিন্ন লুকের মাধ্যমেও নানা বার্তা দেন তিনি সমাযে সচেতনতা ও সম্প্রীতি ছড়াতে। কাজী নওশাবা আহমেদ তিনি। টুগেদার উই ক্যান নামে একটি সেবামূলক সংস্থার আছে তাঁদের। মঞ্চ আর পর্দায় সমান নজর কাড়েন তিনি। আর সেই সঙ্গে বছরজুড়ে নজরকাড়া ১০ লুক বলছে এই অভিনেত্রীর চার্ম সবার চেয়ে আলাদা।









ছবি: কাজী নওশাবা আহমেদের ফেসবুক ও ইন্সটাগ্রাম