কুসুম শিকদার ফিরছেন নতুন রূপে, নতুন সিনেমায়
শেয়ার করুন
ফলো করুন

বাংলাদেশের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কুসুম শিকদারের সেরকম পর্দা উপস্থিতি দেখা যাচ্ছিল না বেশ কিছুদিন ধরে। ২০০২ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লাইমলাইটে আসেন তিনি। ২০১০ সালে 'গহীনে শব্দ' ছবির মাধ্যমে দিয়ে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয়। দ্বিতীয় চলচ্চিত্র 'লাল টিপ'- এর জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন। কুসুম তাঁর অভিনীত পরবর্তী চলচ্চিত্র 'শঙ্খচিল' এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন। করেছেন অনেক নাটক আর বিজ্ঞাপন চিত্রের কাজ। এবারে ২০২৪ সালের শেষে নিজের প্রযোজিত ও পরিচালিত চলচ্চিত্রে নিজেই প্রধান ভূমিকায় দেখা যাবে কুসুমকে। ছবির নাম শরতের জবা। আর কুসুম শিকদার তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের চমৎকার সব ছবি শেয়ার করেন প্রায়ই আজকাল। বিভিন্ন পশ্চিমা ঘরানার এসকল পোশাকে কুসুম সত্যিই আকর্ষণীয়। নানা লুকের এই ছবিগুলো কুসুম শিকদারের ফেসবুক থেকে নেওয়া।

১/১০
কালো শিয়ার ফেব্রিকের  টপ আর সাদা-কালো প্রিন্টের বটম অংশ মিলে বডিকন ঘরানার ড্রেসটি জমকালো খুব।
কালো শিয়ার ফেব্রিকের টপ আর সাদা-কালো প্রিন্টের বটম অংশ মিলে বডিকন ঘরানার ড্রেসটি জমকালো খুব।
বিজ্ঞাপন
২/১০
হলদে সবুজে নানা রঙের ফ্লোরাল প্রিন্টের কাফতানটি বেশ ছোট দৈর্ঘ্যের।
হলদে সবুজে নানা রঙের ফ্লোরাল প্রিন্টের কাফতানটি বেশ ছোট দৈর্ঘ্যের।
বিজ্ঞাপন
৩/১০
ফুলেল ছাপার সবুজ মিনি ড্রেসে রেট্রো আমেজ। সঙ্গে উঁচু হিলস।
ফুলেল ছাপার সবুজ মিনি ড্রেসে রেট্রো আমেজ। সঙ্গে উঁচু হিলস।
৪/১০
সাদা আরামদায়ক ফেব্রিকের মিনিড্রেসে মোহনীয় কুসুম। এখানেও বাদামি হিলস নজর কাড়ছে।
সাদা আরামদায়ক ফেব্রিকের মিনিড্রেসে মোহনীয় কুসুম। এখানেও বাদামি হিলস নজর কাড়ছে।
৫/১০
কুসুমের ক্যাজুয়াল লেয়ার্ড বব কাট চুল মানাচ্ছে খুব এই অভিনেত্রীকে।
কুসুমের ক্যাজুয়াল লেয়ার্ড বব কাট চুল মানাচ্ছে খুব এই অভিনেত্রীকে।
৬/১০
সাহসী রকমের ছোট দৈর্ঘ্যের সবুজ কাফতানে কুসুম।
সাহসী রকমের ছোট দৈর্ঘ্যের সবুজ কাফতানে কুসুম।
৭/১০
কালো এই ড্রেসটির আবেদন বাড়িয়েছে মানানসই হিলসের ব্যবহার।
কালো এই ড্রেসটির আবেদন বাড়িয়েছে মানানসই হিলসের ব্যবহার।
৮/১০
সাদা ড্রেসটির নেকলাইন অত্যন্ত গভীর ও সাহসী। প্রজাপতি পেন্ডেন্ট নজর কাড়ছে।
সাদা ড্রেসটির নেকলাইন অত্যন্ত গভীর ও সাহসী। প্রজাপতি পেন্ডেন্ট নজর কাড়ছে।
৯/১০
 আরেকটি কালো রেট্রো আমেজের ফুলেল ছাপার ড্রেস পরেছেন তিনি।
আরেকটি কালো রেট্রো আমেজের ফুলেল ছাপার ড্রেস পরেছেন তিনি।
১০/১০
কানের হুপ ইয়াররিংটি স্টাইলিশ বেশ।
কানের হুপ ইয়াররিংটি স্টাইলিশ বেশ।
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২: ০৩
বিজ্ঞাপন