অর্চিতা স্পর্শিয়া বিজ্ঞাপন জগতের এক পরিচিত নাম। আকর্ষণীয় এই মডেল বেশ কিছুদিন ধরেই অভিনয়জগতে বিচরণ করছেন। বলা যায়, ফ্রেশ লুকের স্পর্শিয়া বেশ অন্যরকম সৌন্দর্যের অধিকারিনী। সিনেমা আর নাটকে প্রথাগত সুন্দরীদের দেখতে দেখতে কিছুটা হাঁপিয়ে উঠি আমরা। তাই স্পর্শিয়ার নানা লুক তাই সবসময় সাড়া জাগায় ভক্তদের মাঝে। চলুন তবে এই অভিনেত্রীর কিছু আকর্ষণীয় লুক দেখে নিই ইন্সটাগ্রাম ঘুরে।
ছবি: স্পর্শিয়ার ইন্সটাগ্রাম