নতুন সিনেমায় নতুন লুকে ফিরে আসছেন একসময়ের এই বলিউড বম্বশেল
শেয়ার করুন
ফলো করুন

মল্লিকা শেরাওয়াতের আবেদনময়তা এক সময় ছিল টক অব দ্য টাউন। শুধু বি টাউন কেন, বলিউড সিনেমার বিশ্বজোড়া ভক্তদের কাছেও তিনি পেয়েছিলেন ব্যপক পরিচিতি। ২০০৩-এর খোয়াহিশ আর ২০০৪-এ মার্ডার সিনেমা দিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন আলোচনার তুঙ্গে। পেয়েছিলেন বলিউড বম্বশেলের খেতাব। এর পরে বেশ কিছু আইটেম গান ও পার্শ্বচরিত্রে অত্যন্ত আকর্ষণীয় লুকে দেখা যায় মল্লিকাকে। এক সময় হলিউডে পাড়ি জমানোর চেষ্টা করেন তিনি। দুয়েকটি সিনেমা করেছেনও সেখানে। তবে অনেকদিন ধরেই যেন মল্লিকার দেখা নেই। সামনেই আসছে রাজকুমার রাও আর তৃপ্তি দিমরির নতুন রোমান্টিক কমেডি সিনেমা 'ভিকি বিদ্যাকা উয়োওয়ালা ভিডিও'। এখানে হালের বলিউড বম্বশেল তৃপ্তির আবেদনময় লুকে মাতোয়ারা সবাই। কিন্তু তারপরেও সবাই মল্লিকাকে দেখার জন্য মুখিয়ে আছেন এই সিনেমায়। চলুন তবে মল্লিকা শেরাওয়াতের কিছু দারুণ আবেদনময় লুক দেখে আসি তাঁর ইন্সটাগ্রামে ঢুঁ মেরে।

১/১০
সিকুইন টপের মনোক্রোম ফরেস্ট গ্রিন ফিশন শাড়িতে মল্লিকা শেরাওয়াত
সিকুইন টপের মনোক্রোম ফরেস্ট গ্রিন ফিশন শাড়িতে মল্লিকা শেরাওয়াত
বিজ্ঞাপন
২/১০
বেইজ ম্যাচিং ব্রালেট স্কার্টে সোনালি বর্ডার
বেইজ ম্যাচিং ব্রালেট স্কার্টে সোনালি বর্ডার
বিজ্ঞাপন
৩/১০
সাদা স্লিভলেস ড্রেস পরেছেন মল্লিকা এখানে
সাদা স্লিভলেস ড্রেস পরেছেন মল্লিকা এখানে
৪/১০
রয়েল ব্লু ফিউশন শাড়ি গাউনে মল্লিকা
রয়েল ব্লু ফিউশন শাড়ি গাউনে মল্লিকা
৫/১০
বডিকন স্লিপ ড্রেসে আবেদন ছড়াচ্ছেন এই অভিনেত্রী
বডিকন স্লিপ ড্রেসে আবেদন ছড়াচ্ছেন এই অভিনেত্রী
৬/১০
ওয়ান শোল্ডার ডিজাইনার গাউনটির ফুশিয়া গোলাপি রং খুবই মানিয়েছে মল্লিকাকে।
ওয়ান শোল্ডার ডিজাইনার গাউনটির ফুশিয়া গোলাপি রং খুবই মানিয়েছে মল্লিকাকে।
৭/১০
ব্যাকলেস লাতে-গ্রে রাফল ড্রেসে আবেদনময়ো মল্লিকা
ব্যাকলেস লাতে-গ্রে রাফল ড্রেসে আবেদনময়ো মল্লিকা
৮/১০
প্রিন্টেড নুডল স্ট্র্যাপের ড্রেসে আকর্ষণ জাগাচ্ছেন এই অভিনেত্রী
প্রিন্টেড নুডল স্ট্র্যাপের ড্রেসে আকর্ষণ জাগাচ্ছেন এই অভিনেত্রী
৯/১০
সিকুইনের রূপালি কস্টিউমে মল্লিকা
সিকুইনের রূপালি কস্টিউমে মল্লিকা
১০/১০
ব্যাকলেস ম্যাচিং ব্লাউজের সঙ্গে মল্লিকা পরেছেন বেগুনি শিফন শাড়ি।
ব্যাকলেস ম্যাচিং ব্লাউজের সঙ্গে মল্লিকা পরেছেন বেগুনি শিফন শাড়ি।

ছবি: মল্লিকার ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৪: ২৬
বিজ্ঞাপন