মল্লিকা শেরাওয়াতের আবেদনময়তা এক সময় ছিল টক অব দ্য টাউন। শুধু বি টাউন কেন, বলিউড সিনেমার বিশ্বজোড়া ভক্তদের কাছেও তিনি পেয়েছিলেন ব্যপক পরিচিতি। ২০০৩-এর খোয়াহিশ আর ২০০৪-এ মার্ডার সিনেমা দিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন আলোচনার তুঙ্গে। পেয়েছিলেন বলিউড বম্বশেলের খেতাব। এর পরে বেশ কিছু আইটেম গান ও পার্শ্বচরিত্রে অত্যন্ত আকর্ষণীয় লুকে দেখা যায় মল্লিকাকে। এক সময় হলিউডে পাড়ি জমানোর চেষ্টা করেন তিনি। দুয়েকটি সিনেমা করেছেনও সেখানে। তবে অনেকদিন ধরেই যেন মল্লিকার দেখা নেই। সামনেই আসছে রাজকুমার রাও আর তৃপ্তি দিমরির নতুন রোমান্টিক কমেডি সিনেমা 'ভিকি বিদ্যাকা উয়োওয়ালা ভিডিও'। এখানে হালের বলিউড বম্বশেল তৃপ্তির আবেদনময় লুকে মাতোয়ারা সবাই। কিন্তু তারপরেও সবাই মল্লিকাকে দেখার জন্য মুখিয়ে আছেন এই সিনেমায়। চলুন তবে মল্লিকা শেরাওয়াতের কিছু দারুণ আবেদনময় লুক দেখে আসি তাঁর ইন্সটাগ্রামে ঢুঁ মেরে।
ছবি: মল্লিকার ইন্সটাগ্রাম