তামান্না ভাটিয়ার আবেদনময়ী বিভিন্ন লুকে ভক্তরা প্রায়ই মজে থাকেন। পাশাপাশি অপরূপ সুন্দর মুখশ্রী আর আকর্ষণীয় বডি ল্যাঙ্গুয়েজের বদৌলতে তামান্না যেকোনো লুকেই উষ্ণতা ছড়াতে জানেন। সম্প্রতি অল ব্ল্যাক বোল্ড লুকে ফ্রেমবন্দী হয়েছে তিনি। রেট্রো আমেজের ছবিগুলো দেখে আসি চলুন।