এমনিতেই তারকাদের তাঁদের ভক্তরা রোল মডেল ভাবেন। সেদিক থেকে মিমের ফ্যাশনিস্তা অনুরাগীরা চাইলেই তাঁকে অনুসরণ করতে পারেন বিয়ের সাজপোশাকের গাইডলাইন হিসেবে। এর জন্য চোখ রাখতে হবে অভিনেত্রীর ইনস্টাগ্রামের দেয়ালে। সেখানে নববধূর সাজে তিনি ধরা দিয়েছেন ক্যামেরায়। একদম ভিন্নধর্মী দুটি লুকে সেজেছেন। পছন্দ অনুসারে নিজেরটাও বেছে নিতে পারেন আপনি।
বিয়ের পোশাকে এখন হালকা রং বেশ ট্রেন্ডি। পাশের দেশের ট্রেন্ডসেটার বলিউড তারকাদের সাজপোশাক দেখলেই সেটা বোঝা যাবে। এখন প্যাস্টেল শেডগুলোও পোশাকে বেশ প্রাধান্য পাচ্ছে। এই ছবিতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে পিচ পিঙ্ক লেহেঙ্গায়। বেশ সিম্পল আর এলিগেন্ট লাগছে তাঁকে। একরঙা বা মনোক্রম লহেঙ্গার জমিনের পুরোটাজুড়ে নিখুঁত কাজ ফুটিয়ে তোলা হয়েছে সিকুইনের ফ্লোরাল মোটিফ দিয়ে। স্লিভলেস ব্লাউজ, ফ্লোর লেন্থ বটম আর এক পাশে স্টাইল করে নিয়েছেন ভারী কাজের ওড়না। এই আউটফিটের সঙ্গে অভিনেত্রী তাঁর সেমি কার্ল করে ছেড়ে রাখা চুলের মাঝ সিঁথিতে পরেছেন সাদা-সবুজ পাথরের টিকলি। গলায় পরেছেন খুব সুন্দর একটা স্টেটমেন্ট নেকপিস আর কানে এক পাথরের সাদা স্টাড। অভিনেত্রীর মিনিমাল সাজে প্রকাশ পেয়েছে স্নিগ্ধ আমেজ। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে ঠোঁটে দিয়েছেন পিচ পিঙ্ক লিপস্টিক, চোখে একই রঙের আইশ্যাডো আর কালো মাশকারা। সর্বশেষ গালে হালকা গোলাপি ব্লাশ অন দিয়েছে সাজের পূর্ণতা। বিয়েতে মিমের মতো এমন মিনিমাল সাজপোশাকে আপনিও হয়ে উঠতে পারেন মোহময়ী।
এই লুকে অভিনেত্রী পরেছেন জমকালো একটি মেরুন রঙের লেহেঙ্গা। লেহেঙ্গার ব্লাউজ, বটম আর ওড়নার জমিনে ভারী আর নিখুঁত সোনালি জারদৌসি-সিকুইনের ফ্লোরাল কাজ রয়েছে। এ সময় কনেরা বিয়ের পোশাকে হালকা রংকে প্রাধান্য দিলেও, লাল কিংবা মেরুন রং আর সাবেকিয়ানাও কিন্তু ট্রেন্ডে ইন। সঙ্গে যদি থাকে আধুনিকতার ছোঁয়া, তাহলে তো কথাই নেই। তাই অভিনেত্রীর মতো এমন লেহেঙ্গা পছন্দের তালিকায় রাখা যেতেই পারে। মিম এই গর্জিয়াস লেহেঙ্গার সঙ্গে গয়না নির্বাচনেও রুচিশীল পরিচয় দিয়েছেন। তাঁর গলা, কান, নাক, হাত আর বেণি করা হেয়ারস্টাইলে শোভা পাচ্ছে আকর্ষণীয় সব নজরকাড়া গয়না। যেহেতু তাঁর পোশাক আর গয়নায় বেশ জমকালো একটা আমেজ রয়েছে, তাই মেকআপে অভিনেত্রী বেশি গুরুত্ব দিয়েছেন কাজল কালো চোখের সাজকে। চোখে আরও দেওয়া হয়েছে সোনালি আইশ্যাডো আর কালো মাশকারা। তাঁর ঠোঁটে ফুটে উঠেছে ন্যুড রঙের গ্লসি লিপস্টিক। আর কপালে দিয়েছেন ছোট্ট টিপ। সব মিলিয়ে রাজরানির মতো লুকে মিম ধরা দিয়েছেন ক্যামেরায়।
ছবি: ইনস্টাগ্রাম